জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, পরবর্তী সংসদ নয় অন্তর্বর্তী সরকারকেই সংস্কার কাজ শেষ করতে হবে। কারণ এ সরকারকে সে মেন্ডেট দিয়েছে দেশের মানুষ।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দশম দিনের সংলাপের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আখতার বলেন, জুলাই সনদ কেউ কোনও ষড়যন্ত্র করলে জনগণ মানবে না। কারণ নতুন বাংলাদেশ নতুনভাবে গড়ার বিষয়ে মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তিনি গণপরিষদ নির্বাচন দেওয়ার দাবি জানান।
তিনি বলেন, উপজেলা পর্যায়ে অধস্তন আদালত নেওয়া সময়ের দাবি। চৌকি আদালতের পরিবর্তে স্থায়ী আদালত করতে হবে। বিচারকরা যেন মামলাজট নিরসনে ভূমিকা রাখেন সেটি নিশ্চিত করতে হবে। জরুরি অবস্থার যেন কোনও অপব্যবহার না করা হয়। এ আইনের সংশোধনী কোন পদ্ধতিতে হবে তা নিয়ে আরও আলোচনা করতে হবে। মানবাধিকার বা মৌলিক অধিকার যেন খর্ব না নয় সেদিকটাও দেখতে হবে।