রিহ্যাব মেলায় ওয়ালটন এলিভেটর কিনলেই থাইল্যান্ড ভ্রমণের বিমান টিকিট!

রিহ্যাব মেলায় ওয়ালটনের স্টলরাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে রিহ্যাব (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) উইন্টার মেলা-২০১৯। গত ২৪ ডিসেম্বর শুরু হওয়া এই আয়োজন চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এতে এলিভেটর (লিফট) বুকিংয়ে বিশেষ সুবিধা দিচ্ছে বহুজাতিক প্রতিষ্ঠান ওয়ালটন। মেলায় রিহ্যাব সদস্য বা যেকোনও ক্রেতা এই লিফট কিনলে পাচ্ছেন ক্যাশ ডিসকাউন্ট ও থাইল্যান্ড ভ্রমণের সুযোগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ওয়ালটনের উপ-পরিচালক আব্দুল কাদির জানান, রিহ্যাব মেলায় ১৭৬ ও ১৭৮ নম্বর স্টলে প্রদর্শিত হচ্ছে তাদের পণ্য। এর মধ্যে আছে নিজস্ব কারখানায় বানানো এলিভেটর বা লিফট, সুইচ, সকেট, সার্কিট ব্রেকার, এলইডি লাইট ও বিভিন্ন ধরনের ফ্যান।

ইউরোপীয় প্রযুক্তিতে বাংলাদেশেই লিফট তৈরি করছে ওয়ালটন। এর ডিজাইন, উৎপাদন ও স্থাপনে কাজ করছেন দক্ষ প্রকৌশলীরা। ওয়ালটন কারখানা ও করপোরেট অফিসসহ সব ধরনের স্থাপনায় ব্যবহৃত হচ্ছে এগুলো। নিজেদের চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে এলিভেটর বিক্রি করছে এই প্রতিষ্ঠান।

ওয়ালটনের এলিভেটর ও কন্সট্রাকশন ম্যাটারিয়াল বিভাগের কর্মকর্তা জেনান-উল-ইসলাম উল্লেখ করেন, ওয়ালটন লিফট বাণিজ্যিকভাবে বিক্রি শুরুর পর থেকে ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন তারা। রিহ্যাব মেলার পাশাপাশি ওয়ালটন এলিভেটর কেনার ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত বিশেষ কিস্তি সুবিধা পাওয়া যাবে আসন্ন বাণিজ্য মেলায়। 

ওয়ালটনের দুই ধরনের এলিভেটর রয়েছে বাজারে। এগুলো হলো প্যাসেঞ্জার লিফট ও কার্গো এলিভেটর। প্যাসেঞ্জার এলিভেটরে ৩০০ কেজি থেকে শুরু করে ৩ হাজার কেজি পর্যন্ত ধারণক্ষমতা রয়েছে। এসব এলিভেটরের একই সময়ে ৪ থেকে ৪০ জন মানুষ বহনের সক্ষমতা রয়েছে। অন্যদিকে কার্গো এলিভেটরের ধারণক্ষমতা ৮০০ কেজি থেকে ৪ হাজার ৫০০ কেজি পর্যন্ত।

সর্বোত্তম বিক্রয়োত্তর সেবায় ওয়ালটনের নিজস্ব সার্ভিস টিম ও ডেডিকেটেড কাস্টমার কেয়ার নম্বরের সঙ্গে রয়েছে ফ্রি ইন্সটলেশন সুবিধা। এলিভেটর কেনার একবছরের মধ্যে কোনও যন্ত্রাংশে সমস্যা দেখা দিলে ঠিক করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়া আছে একবছরের ফ্রি মেইনটেনেন্স সুবিধা। এলিভেটরের যেকোনও সমস্যায় তাৎক্ষণিকভাবে গ্রাহকের কাছে পৌঁছে যায় সার্ভিস টিম।