বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী মার্সিন সেদাৎস (বাঁ থেকে দ্বিতীয়)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী মার্সিন সেদাৎস। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার ধানমন্ডিতে জাতির জনকের স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপ-পররাষ্ট্রমন্ত্রী মার্সিন। ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিনের সফরে ঢাকায় এসে মুজিববর্ষের নানান আয়োজনের গল্প শোনেন তিনি।

উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন নয়াদিল্লিতে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোস্কি ও দূতাবাসের তৃতীয় সচিব এভা স্তানকিয়েভিৎস, ঢাকায় অবস্থিত পোল্যান্ড দূতাবাসের কনসাল জেনারেল রেশাদুর রহমান।

অনুষ্ঠানে অংশ নেওয়া অন্যরা হলে এশিয়া-প্যাসিফিক বিভাগের প্রধান গুজেগস কোয়াল, পোল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী পাওলিনা দেরেও, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পোল্যান্ড কনস্যুলেট জেনারেল কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।