সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ে পেন বাংলাদেশের ওয়েবিনার ২০ অক্টোবর

9‘করোনাকালে সংবাদপত্রের স্বাধীনতা: সাংবাদিকদের পেশাগত নিশ্চয়তা’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করছে পেন বাংলাদেশ। আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) রাত ৯টায় পেন বাংলাদেশের ফেসবুক পেইজে এই ওয়েবিনার লাইভ সম্প্রচার করা হবে। শনিবার (১৭ অক্টোবর) পেন বাংলাদেশ এর প্রচার সম্পাদক সাকিরা পারভিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ওয়েবিনারে অংশ নেবেন পেন বাংলাদেশের সভাপতি কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, দৈনিক ইত্তেফাকের সহযোগী সম্পাদক মহসীন হাবিব, গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের চেয়ারপারসন ড. অলিউর রহমান এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি সোমা ইসলাম। সঞ্চালনা করবেন বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম। অনুষ্ঠানে কমেন্টের মাধ্যমে দর্শক-শ্রোতারাও যুক্ত হতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা মহামারির সময়ে পেন ইন্টারন্যাশনালের বিশ্বব্যাপী ‘সিভিল সোসাইটি প্রোগ্রাম’ আয়োজনের অংশ হিসেবে ৬টি সেমিনার, ৪টি বিষয়ভিত্তিক একক বক্তৃতা এবং ৫টি সাক্ষাৎকার অনুষ্ঠান আয়োজন করবে পেন বাংলাদেশ। সবগুলো আয়োজনই পেন বাংলাদেশের ফেসবুক পেইজ থেকে লাইভ সম্প্রচার করা হবে।