জেসিআইয়ের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ

‘শীতে উষ্ণতার হাসি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইস্টের পক্ষ থেকে জামালপুর সদর উপজেলার দিগপাইতে এক হাজার দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জেসিআই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  দিগপাইত ইউনিয়নের রহিমা মোজাফ্ফর আইডিয়াল গালর্স স্কুল এন্ড কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে ঢাকা জেসিআই ইস্ট। ঢাকা জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ইস্টের সভাপতি এজাজ মোহাম্মদের সভাপতিত্বে ও দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সীম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রহিমা মোজাফ্ফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন, সীম গ্রুপের ডিরেক্টর ও জেসিআই ঢাকা ইস্টের সহ-সভাপতি এসএম রাইসুল হাসান শোয়েব মোজাফ্ফর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেসিআই ইস্টের নির্বাহী সহ-সভাপতি তানভীর সাদ আকাশ, সাধারণ সম্পাদক শোভনা শাহিদ, কোষাধ্যক্ষ সালমা আক্তার, পরিচালক সৈয়দ সাহিব আহম্মেদ, কমিটি চেয়ার ইশরাত শারমিন শিমু, মারুফ লিয়াকত, শাহিন সুলতানা, মিতুল সাঈদ, তাহমিনা তানিমসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

জেসিআই জানায়,  পরে বিকেলে শহরের খেজুরতলায় জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেনের বাসভবনে একই ব্যনারে ২৫০টি শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রাজীব সিংহ সাহাসহ অন্যান্য অতিথিবৃন্দ।