ইউএস-বাংলার এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটের সেফটি ট্রেনিং সম্পন্ন

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটের সেফটি ট্রেনিং সফলভাবে শেষ হয়েছে। সন্তোষজনক কোর্স সম্পন্ন হওয়ায় রবিবার (২২ ফেব্রুয়ারি) এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাপ্টেন মেজবাহউদ্দিন আহমেদ শিকদার অংশগ্রহনকারী পাইলট ও ইন্সট্রাক্টরদের হাতে ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফটের পাইলটদেরও কোর্স সমাপ্তির সম্মাননা তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্ত পাইলটদের মধ্যে ছিলেন ক্যাপ্টেন শওকাতুর রহমান, ক্যাপ্টেন মাহমুদুল হাসান, ট্রেইনার ক্যাপ্টেন ফ্রেডরিক চোলা, ট্রেইনার ক্যাপ্টেন প্রসন্ন গুরাং ও ট্রেইনার ক্যাপ্টেন বার্নাবি অছোয়া লামো।

এটিআর ৭২-৬০০ ও ড্যাশ ৮- কিউ ৪০০ এয়ারক্রাফটের পাইলটদের সেফটি ট্রেনিংয়ের ধারাবাহিকতায় বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটের পাইলটদের জন্যও সেফটি কোর্স পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট রয়েছে। শিগগিরই বহরে আরও তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

কোর্স সমাপনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মানব সম্পদ বিভাগের পরিচালক মো. মুসা মোল্লাহ, পরিচালক অপারেশন নুরুদ্দিন আহমেদ আল মাসুদ। এছাড়া এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ট্রেনিংয়ে অংশগ্রহণকারী পাইলটরা অনুষ্ঠানে অংশ নেন।