শতাধিক মার্কিন ব্র্যান্ডের পণ্য নিয়ে ‘স্বপ্নে’ মাসব্যাপী প্রদর্শনী

যুক্তরাষ্ট্রের শতাধিক ব্র্যান্ডের পণ্য নিয়ে সুপার মার্কেট চেইনশপ স্বপ্ন’র ১০টি আউটলেটে শুরু হয়েছে মাসব্যাপী প্রদর্শনী। আগামী ১০ জুলাই পর্যন্ত চলমান এ আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘টেস্ট অব আমেরিকা’। ফলের জুস, ক্যানোলা অয়েল, শুকনো ফল, বাদাম, নুডলস, চকোলেট ও কালিনারীসহ যুক্তরাষ্ট্রের একশটিরও বেশি খাদ্য ও পানীয় ব্র্যান্ডের পণ্য নিয়ে থাকবে এই আয়োজন।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে গুলশানে স্বপ্ন আউটলেটে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার, এসিআইয়ের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা এবং স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির প্রমুখ।

স্বপ্ন’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের (ইউএসডিএ) সঙ্গে যৌথভাবে এ উদ্যোগ নিয়েছে স্বপ্ন। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা ও সিলেটসহ স্বপ্ন’র মোট ১০টি আউটলেটে থাকছে এই আয়োজন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন, যুক্তরাষ্ট্রের পণ্যগুলো ধীরে ধীরে বাংলাদেশে সহজলভ্য হওয়ায় আমি আনন্দিত। আমার বিশ্বাস, যুক্তরাষ্ট্রের পণ্যগুলোর সেরা মান ও স্বাদ ক্রেতাদের সন্তুষ্টি এনে দেবে।

এসময় এসিআইয়ের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা বলেন, ২০০৮ সালে ‘স্বপ্ন’ প্রতিষ্ঠার পরে দেশজুড়ে ১৭৫টিরও বেশি আউটলেট সম্প্রসারিত করেছি। ২০১৬ থেকে ২০২০ সাল অবধি ‘স্বপ্ন’ দেশের জনপ্রিয় সুপার মার্কেট চেইনশপ হিসেবে রিটেইল ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে। এই প্রাপ্তি আমাদের জন্য সম্মানের। আমরা পণ্যের মানে বিশ্বাসী এবং বাংলাদেশের ক্রেতাদের কাছে মান-সম্পন্ন পণ্য পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। যুক্তরাষ্ট্রের মান-সম্পন্ন পণ্য আমাদের আউটলেটগুলোতে প্রদর্শন করতে পেরে আমরা আনন্দিত।