এসিআই এর নতুন পণ্য ‘লাইট ব্রাউন আটা’

উদ্ভাবনী ভোগ্য পণ্য বাজারজাতকরণে পথিকৃত এসিআই পিওর এবার নিয়ে এলো ‘লাইট ব্রাউন আটা’। যারা শুধু সাদা আটা খাবার সুদীর্ঘ অভ্যাসের কারণে ব্রাউন আটা গ্রহণ করতে পারেন না, তাদের জন্য এসিআই নিয়ে এলো এই পিওর আটা। গত ৩০ জুন এসিআই সেন্টারে পণ্যটির বাজারজাতকরণ উদ্বোধন করেন কোম্পানির এক্সিকিউটিভ ডাইরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং) প্রদীপ কর চৌধুরী ও কোম্পানির ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর অনুপ কুমার সাহা। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইট ব্রাউন আটা সম্পূর্ণ নতুন ফর্মুলায় তৈরি থার্ড জেনারেশন আটা, যা সাধারণ আটার তুলনায় অধিক পুষ্টিকর। ব্রাউন আটা অথবা হোল হুইট আটার চেয়ে এর রং হালকা ও অধিক সুস্বাদু। এই আটায় রুটি হয় নরম ও মসৃন। হেলদি লাইফ স্টাইলের অভ্যাস করতে এর প্রথম ধাপ হিসেবে প্রতিটি মানুষ গ্রহণ করতে পারেন লাইট ব্রাউন আটা।

এতে আরও বলা হয়, আকর্ষণীয় দৃষ্টিনন্দন প্যাকেটে সারা দেশের গ্রোসারি দোকানগুলো এবং সুপার স্টোরসমূহে পাওয়া যাবে এই আটা। পণ্যটি সম্পর্কে আরও জানতে আগ্রহীরা ভিজিট করতে পারেন কোম্পানির ওয়েব পেজ www.aciebazar.com-এ, অথবা যোগাযোগ করতে পারেন কোম্পানির কেয়ার লাইন ০১৯৪৩-২২২৩৩৩ নম্বরে।