আইইউবিএটি ও ইকফাই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এবং ইকফাই বিশ্ববিদ্যালয় ত্রিপুরার যৌথ উদ্যোগে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত ১ সেপ্টেম্বর গবেষক এবং শিক্ষাবিদদের জন্য ‘সমৃদ্ধ অবদানের সঙ্গে ব্যবসা ও অর্থনীতিতে উদীয়মান চ্যালেঞ্জ এবং তার সুযোগ ও কোভিভ মহামারির পাঠ’ শীর্ষক ওই দুই দিনের আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং পাকিস্তান থেকে বেশ কয়েকজন এতে অংশ নেন।

কিভাবে সময় ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় সুযোগ নেওয়া যায় সেমিনারে এ বিষয়ে কথা বলেন আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আবদুর রব। ইকফাই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য প্রফেসর ড. বিপ্লব হালদার কোভিড-১৯ কিভাবে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার বার্তা দিয়ে উপস্থিত সমাবেশকে স্বাগত জানিয়েছেন।

সেমিনারে বক্তব্য দেন  রিয়াদের প্রিন্স সুলতান ইউনিভার্সিটির ড. মোহাম্মদ নুরুন্নাবী,অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. অরুণাভ সেন, ইকফাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ রঙ্গনাথ। 
সেমিনারে মুখ্য আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. খায়ের জাহান সোগরা এবং ড. সুজিত দেব। যুগ্ম আহ্বায়ক ছিলেন যথাক্রমে ড তৃণাঙ্কুর দে, ড. অনিন্দিতা সিনহা এবং সহযোগী অধ্যাপক মোজাফফর এ চৌধুরী। সেমিনারে বিভিন্ন দেশের প্রায় ৭৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। ভবিষ্যতেও এই ধরণের গবেষণামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে সেমিনার শেষ হয়।