কাল শুরু হচ্ছে ওয়ালটন ডিআরইউ মিডিয়া ক্রিকেট

ওয়ালটন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামীকাল (১০ নভেম্বর)। মঙ্গলবার দুপুরে ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় টুর্নামেন্টের জার্সি উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়।
ওয়ালটনের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন বলেন, ‘ওয়ালটন ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মিডিয়া কাপ কাল থেকে শুরু হচ্ছে। এখানে ৫২টি দল অংশ নিয়েছে। সাধারণত এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই ক্রিকেটের নিউজ করেন। এখন আমরা দেখবো তারাই ক্রিকেট খেলছেন।’Logo

সংবাদ সম্মেলনে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী বলেন, ওয়ালটন সবসময়ই অত্যন্ত সৌহার্দপূর্ণভাবে ডিআরইউর পাশে থাকে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবারের টুর্নামেন্টে ৫২টি দল অংশ নিচ্ছে। দল বেশি হওয়ায় চারটি গ্রুপে ছয় দল ও চারটি গ্রুপে থাকছে সাত দল। গ্রুপ পর্বও হবে নকআউট ভিত্তিক।
আট গ্রুপের চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনাল খেলবে। কোয়ার্টার ফাইনাল শেষে সেমিফাইনাল ও ফাইনাল। খেলাগুলো অনুষ্ঠিত হবে পল্টন ময়দানে।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন ডিআরইউর সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, যুগ্ন-সাধারণ সম্পাদক আরাফার বাড়িয়া, ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা।