মার্কেন্টাইল ব্যাংক ও প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্সের মধ্যে চুক্তি

মার্কেন্টাইল ব্যাংক এবং প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে  একটি চুক্তি সই হয়েছে। গত রবিবার (২৮ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কামরুল ইসলাম চৌধুরী এবং প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী  আপেল মাহমুদ এসিআইআই (ইউকে) চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক তার অনলাইন ব্যাংকিং  সুবিধা, মোবাইল ব্যাংকিং সেবা ‘মাইক্যাশ’, ডিজিটাল ব্যাংকিং অ্যাপ এমবিএল রেইনবো, এজেন্ট ব্যাংকিং, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড এবং অন্যান্য ডেলিভারি চ্যানেলের মাধ্যমে প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্সের গ্রাহকদের প্রিমিয়াম সংগ্রহ, বিমা দাবি পরিশোধ, কর্মীদের বেতনাদি, বোনাস, পেনশন,  সাধারণ খরচ ও অন্যান্য সার্ভিসগুলো পরিশোধের দায়িত্ব পেলো। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএসবিও আদিল রায়হান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহম্মদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হাসনে আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মাহমুদ আলম চৌধুরী, চিফ ফিন্যান্সিয়াল অফিসার তাপস চন্দ্র পাল, এভিপি ও হেড অফ মার্কেটিং ডিভিশন তপন জেমস রোজারিও এবং প্রাইম ইসলামী লাইফ ইনসিওরেন্সের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ (উন্নয়ন প্রশাসন) আনিসুর রহমান মিয়া, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারী, হেড অফ এইচআর ও প্রশাসন কাজী আবুল মনজুর, ইভিপি ও ইনচার্জ (আইটি) আ ফ ম জাকারিয়া, ইভিপি ও ইনচার্জ (অ্যাকচুরিয়াল ও গ্রুপ বীমা) শহিদুর রহমান, ইভিপি ও ইনচার্জ (ফিন্যান্স ও একাউন্টস) কাজী আহসান উল আলম আনসারী  এবং ভাইস প্রেসিডেন্ট  (মোবাইল ব্যাংকিং) বাবুল আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।