দেশের বাজারে ইতালিয়ান ইঞ্জিন অয়েল ‘পাকেলো’

দেশের বাজারে যাত্রা শুরু করল ইতালিয়ান ইঞ্জিন অয়েল পাকেলো। মানসি গ্রুপের সহযোগিতায় দেশের সকল জায়গা থেকে পাকেলো অয়েল সংগ্রহ করতে পারবে গ্রাহকরা। গাড়ি, মোটরসাইকেল, ভারী যানবাহন, আর্থ মুভিং মেশিনারি, কৃষি, মেরিন, শিল্প কারখানা এবং খাদ্য শিল্পের জন্য উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন লুব্রিকেন্ট, কুল্যান্ট, গ্রিজ, গিয়ার অয়েল, অ্যডিটিভস সরাসরি ইতালি থেকে আমদানি করা হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহকদের কথা চিন্তা করে প্রতিষ্ঠানটি রেখেছে বিশেষ প্রযুক্তিগত পরামর্শের ব্যবস্থা, অভ্যন্তরীণ প্রকৌশল বিভাগ, সমস্যা সমাধানের দক্ষতা এবং অংশীদারদের জন্য প্রযুক্তিগত প্রশিক্ষণের সুযোগ। পাকেলো সবসময় শতভাগ ভার্জিন বেস অয়েল ব্যবহার করে থাকে।

মানসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাসরুর আহমেদ বলেন, পাকেলো’র পণ্য অভিজাত পরিসর ইঞ্জিনকে সবধরনের চ্যালেঞ্জিং অবস্থায় সুরক্ষা দিয়ে থাকে। বাংলোদেশে আমরাই প্রথম পাকেলোর পণ্য নিয়ে এসেছি। আশা করি, দেশের মানুষ তাদের পছন্দের গাড়ির জন্য পাকেলোর পণ্য সবার শীর্ষে রাখবে।