পরিবেশের সুরক্ষায় স্কয়ার টয়লেট্রিজের চমকপ্রদ বিজ্ঞাপন

বেশ কিছুদিন ধরে ঢাকার বিভিন্ন দেয়ালে ‘পকেটে কী, ভিটামিন সি’ লেখাটা অনেকের নজরে পড়েছে। ওটা হলো মেরিল পেট্রোলিয়াম জেলির নতুন প্রচারণার একটি অংশ। জনপ্রিয় মডেল ও অভিনেতা আরেফিন শুভকে নিয়ে বানানো স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড–এর নতুন বিজ্ঞাপনটি প্রচারের পর সাড়া ফেলেছে বেশ।

শীতে ত্বকের যত্নে ভোক্তাদের আরও সচেতন করতে মেরিলের সঙ্গে স্কয়ার টয়লেট্রিজ-এর পক্ষ থেকে চলছে অভিনব সব প্রচারণা। তারই ধারাবাহিকতায় রাজধানীর বেশকটি পয়েন্টে দেখা যাচ্ছে  আরেফিন শুভর সঙ্গে মেরিল পেট্রোলিয়াম জেলির কাট-আউট।

আর ওই লাইটিং কাট-আউটটি চলছে সম্পূর্ণ সোলার প্যানেলের মাধ্যমে। অর্থাৎ শুধু ত্বকের সুরক্ষা নয়, পরিবেশের সুরক্ষাও নিশ্চিত করছে স্কয়ারের নতুন এ উদ্যোগ। এরইমধ্যে যা বেশ প্রশংসা কুড়িয়েছে।

কাট-আউট বিজ্ঞাপনগুলো দেখা যাবে রাজধানীর হাতিরঝিলের ৮টি পয়েন্টে, গুলশান-১ সিগনালের ২টি, গুলশান-২ সার্কেলে ২টি, মহাখালী-আমতলী সিগনাল, কাকলী মোড়, ইসিবি চত্বরে ২টি, মিরপুর সনি সিনেমা হলের সামনে, মিরপুর টেকনিক্যাল মোড়, শ্যামলী চত্বর, রাওয়া ক্লাব ডিওএইচএস প্রবেশমুখ ও বনশ্রী চত্বরে।

শীতে ত্বকের শুষ্কতা দূর করতে প্রয়োজন ভিটামিন সি। তাই ত্বকের সম্পূর্ণ সুরক্ষা দিতে মেরিল পেট্রোলিয়াম জেলি তৈরি করা হয়েছে লেবুর নির্যাস ও ভিটামিন সির গুণ দিয়ে।