হিজড়াদের মাঝে পাথওয়ের শীতবস্ত্র বিতরণ

রাজধানীতে হিজড়াদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকা-মিরপুরের ১০নং জুটপট্টি ও মণিপুরে বসবাসরত শানু ও সোনালী হিজড়া গ্রুপের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

পাথওয়ের চেয়ারম্যান মো. রইজুর রহমান ও নির্বাহী পরিচালক মো. শাহিন উপস্থিত থেকে হিজড়াদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় হিজড়ারা নিজেদের মানবেতর জীবনযাপনের নানা সমস্যার কথা তুলে ধরেন।

মো. শাহিন বলেন, ‘আমরা হিজড়াদের কর্মঠ ও পরিশ্রমী করে জীবিকা নির্বাহে উৎসাহিত করছি। পাথওয়ে হিজড়াদের জন্য একটি স্কিল ডেভলপমেন্ট ট্রেইনিং সেন্টার ও একটি অনলাইন ফ্রিলেন্সিং জব মার্কেটপ্লেস তৈরি করতে যাচ্ছে। যাতে তারা চাকরির বাজারে অবহেলিত না থাকে।’

মো. রইজুর রহমান বলেন, ‘তৃতীয় লিঙ্গের মানুষগুলো আমাদেরই কারও ভাই-বোন। সবার সুদৃষ্টি, সহযোগিতা, স্থায়ী কর্মসংস্থানে তাদের ভাগ্যের উন্নতি ঘটতে পারে।’