এক মলাটে চট্টগ্রামের ১৯ ভাষাসৈনিকের অবদানের গল্প

চট্টগ্রামের ১৯ জন ভাষাসৈনিকের না বলা গল্প নিয়ে সাজানো হয়েছে ‘ভাষা আন্দোলনে চট্টগ্রাম’ শীর্ষক একটি প্রকাশনা। রবিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় নগদ-এর প্রধান কার্যালয়ে এর মোড়ক উন্মোচন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

১৯ জন ভাষাসৈনিক হলেন শহীদ সাবের, আহমেদুর রহমান আজমী, এ কে এম এমদাদুল ইসলাম, শ্রী কৃষ্ণ গোপাল সেন, আব্দুস সালাম, এ কে এম রফিক উল্লাহ চৌধুরী, আব্দুল্লাহ আল হারুন, রমেশ শীল, এম এ আজিজ, আবুল কালাম আজাদ, চেমন আরা, মোহাম্মদ সোলায়মান, বিনোদ বিহারী, প্রতিভা মুৎসূদ্দি, শওকত ওসমান, জহুর আহমেদ চৌধুরী, অধ্যাপক আব্দুল ফজল, সায়েদুল হক ও মাহবুব উল আলম চৌধুরী। ভাষা আন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণ ও অবদানের গল্প উঠে এসেছে এই প্রকাশনায়।

‘ভাষা আন্দোলনে চট্টগ্রাম’ যৌথভাবে প্রকাশ করেছে ‘নগদ’ এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

এ প্রসঙ্গে নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ. মিশুক বলেন, ‘আমাদের ভাষা সৈনিকদের ইতিহাস সংরক্ষণ ও সম্মান প্রদর্শনের একটি ছোট পদক্ষেপ এটি। নগদ এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে আনন্দিত।’

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা নাসির উদ্দীন ইউসুফ, নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ. মিশুকসহ বিশিষ্ট ব্যক্তিরা।