ঢামেক হাসপাতালের বিল পরিশোধ করা যাবে নগদে

নগদ-এর মাধ্যমে এখন থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসার বিল পরিশোধ করা যাবে। সম্প্রতি উভয় পক্ষের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে নগদ। 

ঢামেকে রোগী দেখানোর টিকিট সংগ্রহ এবং চিকিৎসা সেবাসহ সব ধরনের বিল পরিশোধ করা যাবে নগদে। এছাড়া নগদের মাধ্যমে ঢামেক ও হাসপাতালে কর্মরত চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন-ভাতাও দেওয়া হবে। বিল পরিশোধের কাজ আরও সহজ করতে ঢামেকের বেশ কয়েকটি কাউন্টারে মার্চেন্ট পেমেন্টের ব্যবস্থা করেছে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি।

নগদ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, ‘সবসময় মানুষের দৈনন্দিন জীবনকে সহজ ও লেনদেনকে সাশ্রয়ী করতে কাজ করে যাচ্ছি আমরা। ঢামেক ও হাসপাতালটির সঙ্গে আমাদের সম্পৃক্ততা তারই প্রমাণ।’

চুক্তি সই অনুষ্ঠানে নগদ-এর সিইও ছাড়াও ছিলেন গভর্নমেন্ট সেলসের প্রধান এ বি এম মান্নাফ পরাগ, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, সহকারী পরিচালক (ফিন্যান্স ও স্টোর) ডা. মো. আশরাফুল আলম, সহকারী পরিচালক (অ্যাডমিন) ডা. হালিমা সুলতানা হক।