এআইইউবির এগ্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটিতে অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর এগ্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে ‘সেমিস্ট্রিয়াল প্ল্যান অব অ্যাকশন-রেজিস্ট্রেশন বিভাগ’ শিরোনামে কর্মশালা হয়েছে। শুক্রবার (১৩ মে) এআইইউবি’র প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী ছিল এই আয়োজন। সোমবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এআইইউবি’র প্রশাসনিক কর্মকর্তাদের কর্মদক্ষতা উন্নয়নে এবং আসন্ন সামার সেমিস্টার সুচারুভাবে পরিচালিত কারার লক্ষ্যে এআইইউবি’র মানবসম্পদ বিভাগের উদ্যোগে কর্মশালাটি আয়োজন করা হয়।

এআইইউবি’র প্রশাসনিক বিভাগের বিভিন্ন দফতরের ২৩ জন প্রশাসনিক কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন– এআইইউবি’র রেজিস্ট্রার পিউস কস্তা, অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মাদ খোরশেদ আলম ও ডেপুটি রেজিস্ট্রার আসিফ পারভেজ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন এআইইউবি’র ভাইস চ্যান্সেলর ড. কারমেন জিটা লামাগনা। তিনি প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।