স্বপ্ন’র গ্লোবাল গ্যাপ স্বীকৃত খামার পরিদর্শন করলেন র‌্যান্ডি আলী

যশোরে রিটেইল চেইন শপ স্বপ্ন’র প্রাইভেট লেভেল ব্যান্ড ‘শুদ্ধ’-এর গ্লোবাল গ্যাপ স্বীকৃত সবজি খামার পরিদর্শনে এবং এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত কৃষকদের সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএসএইআইডির ডেপুটি মিশন ডিরেক্টর র‌্যান্ডি আলী। এ সময় স্বপ্ন’র পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান এবং হেড অব বিজনেস (প্রোটিন অ্যান্ড পেরিশেবলস) মো. মাহাদী ফয়সাল।

বুধবার (১৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির এ প্রসঙ্গে বলেন, নিরাপদ খাদ্যের সংজ্ঞার মধ্যে পড়ে স্বচ্ছতা। কী কীটনাশক ব্যবহৃত হচ্ছে, তার অবশেষ যাতে ফসলে না থাকে, এর জন্য প্রয়োজনীয় পিএইচআই (PHI) মানা গুরুত্বপূর্ণ। গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশন এই স্বচ্ছতা প্রমাণ করে।’

স্বপ্ন’র হেড অব বিজনেস (প্রোটিন অ্যান্ড পেরিশেবলস) মো. মাহাদী ফয়সাল জানান, দেশে উৎপাদিত সবজি এখন ইউরোপ কিংবা আমেরিকার হাই অ্যান্ড মার্কেটে প্রতিযোগিতা করতে পারবে। স্বপ্ন এরইমধ্যে হংকং ও লন্ডনে সবজি ও ফল রফতানি শুরু করেছে।’