কোটসে পুনর্ব্যবহারযোগ্য ইটিপি উদ্বোধন

কোটস বাংলাদেশ লিমিটেডের গাজীপুর কারখানায় একটি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) স্থাপন করা হয়েছে। গত ২১ জুন কোটস গ্রুপ পিএলসির এশিয়া অঞ্চলের চিফ অপারেটিং অফিসার বিল ওয়াটসন, কোটস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আল কাশেম, পরিবেশ অধিদফতরের ঢাকা জোনের সহকারী পরিচালক সালমান চৌধুরী, ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি ডেপুটি ডিরেক্টর (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট) খালিদ গাফফার, এবং ব্রিটিশ বিজনেস গ্রুপের ম্যানেজার কামরুন নাহার রুমার উপস্থিতিতে এটি উদ্বোধন করা হয়। রবিবার (২৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ইটিপি তার পুনর্ব্যবহারযোগ্য সুবিধার মাধ্যমে ৮০ শতাংশ পানির ব্যবহার কমাতে সক্ষম হবে এবং এইভাবে প্রতি দিন প্রায় পাঁচ লাখ লিটার ভূগর্ভস্থ পানির নিষ্কাশন কমাবে।

অনুষ্ঠানে বিল ওয়াটসন বলেন, ‘কোটস বাংলাদেশ দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে পাঁচটি ধারণক্ষমতা স্তম্ভের ওপর কাজ করে যাচ্ছে এবং এই নতুন ইটিপির প্রতিষ্ঠা আমাদের সেই প্রচেষ্টারই একটি ফসল।’ 

আল কাশেম বলেন, ‘আমরা আমাদের রূপান্তর প্রক্রিয়া এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে টেকসই উন্নয়নকে বিবেচনায় রাখি। আমরা কোম্পানির পক্ষ থেকে অনেকগুলি উদ্যোগ গ্রহণ করেছি, যার মধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৩০ শতাংশ শক্তি, ৪০ শতাংশ পানির ব্যবহার এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার মাধ্যমে ২৭ শতাংশ বর্জ্য হ্রাস করেছি।’

সালমান চৌধুরী বলেন, ‘টেকসই উন্নয়নের জন্য কোটস যে সব উদ্যোগ গ্রহণ করেছে, তা অভূতপূর্ব। আমাদের দেশে বিভিন্ন শিল্প বর্জ্যের দ্বারা জলাশয়গুলি ক্রমাগত দূষিত হচ্ছে। কোটসের এই ইটিপি স্থাপনাটি টেকসই উন্নয়ন সাধনে একটি অনন্য উদাহরণ, যা বাংলাদেশের অন্যান্য কোম্পানিগুলোর জন্যও অনুকরণীয়।’

খালিদ গাফফার বলেন, ‘কোটস বাংলাদেশের এই প্রচেষ্টা উন্নয়নের ক্ষেত্রে পথপ্রদর্শক এবং একটি দায়িত্বশীল কোম্পানির উদাহরণ।’

প্রসঙ্গত, কোটস বাংলাদেশ লিমিটেড হল কোটস এবং এ কে খান অ্যান্ড কোম্পানি লিমিটেডের মধ্যে একটি যৌথ উদ্যোগ। বর্তমানে গাজীপুর ও চট্টগ্রামে কোটসের দুটি উৎপাদন কারখানা রয়েছে।