ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে জাতীয় শোক দিবস পালিত

রাজধানীর উত্তরায় ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বশির আহাম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্মময় ইতিহাস উপস্থাপন করে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি ও বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক চামেলী খাতুন এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও স্কুল শাখার প্রধান মো. এনামুল হক। প্রশাসনিক কর্মকর্তা মো. আশরাফ-উল-আলম সবুজের সঞ্চালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতা আবৃত্তি করেন ছাত্রছাত্রীরা।

দিবসটির তাৎপর্য বিশ্লেষণ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ বশির আহাম্মেদ ভূঁইয়া।

অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক মোহসিন চৌধুরী।