৫ দিন ব্যাপী ইউএম সেইলস্-ইউএপি স্প্রিং স্কুল ২০২২

‘আইন ও সামাজিক ন্যায়বিচার’ বিষয়ে আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিন ব্যাপী ‘ইউএম সেইলস্-ইউএপি স্প্রিং স্কুল ২০২২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে সাভারের বিরুলিয়াতে। সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (সেইলস), সেন্টার ফর ল গভরর্নেন্স অ্যান্ড পলিসি (সেলগেপ) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

এ আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আয়োজকরা জানিয়েছেন, আইন ও সামাজিক ন্যায়বিচারের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। একটি সভ্য সমাজে আইন একজন নাগরিকের আচরণ গঠন এবং নিয়ন্ত্রণ করবে এটি যেমন স্বাভাবিক, তেমনি নির্বাহী কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা থেকে সাধারণ নাগরিককে সুরক্ষা প্রদান করবে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আইনের প্রয়োজনীয়তা অপরিসীম।

পাঁচ দিন ব্যাপী স্প্রিং স্কুলে ছাত্র-ছাত্রীদের মাঝে আইন ও সামাজিক ন্যায়বিচারের ওপর বিভিন্ন বিষয়ে ব্যবহারিক জ্ঞান প্রদান করবেন দেশের স্বনামধন্য সুপ্রিম কোর্টের বিচারক, একাডেমিক, মানবাধিকারকর্মী ও আইনজীবীরা।

স্প্রিং স্কুলে বাংলাদেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট ৫০ জন ছাত্র-ছাত্রী অংশ নিতে যাচ্ছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। এসব বিশ্ববিদ্যালয় পরিচালিত ইউএম সেইলস এলএলএম প্রোগামের স্কলারশিপ প্রাপ্ত এলএলএমের ছাত্র-ছাত্রীরা রয়েছে। তাদের মধ্যে কিছু সংখ্যক ইন্ডিয়ান ও ভুটানি ছাত্র-ছাত্রীও এ আয়োজনে অংশগ্রহণ করছে।

স্প্রিং স্কুলের সার্বিক পরিচালনায় আছেন ইউএপির আইন ও মানবাধিকার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দীকী।