চিকিৎসাসেবা পেতে ভারতের অ্যাপোলো হসপিটালসের সঙ্গে ইউএস-বাংলার চুক্তি

অ্যাপোলো হসপিটালস গ্রুপ ইন্ডিয়া বিশেষ উদ্যোগের মাধ্যমে ঢাকায় ইউএস-বাংলা এয়ারলাইনসের যাত্রীদের জন্য বিশেষ ছাড়সহ একটি ওয়েলকাম ভাউচার ঘোষণা করেছে। ঢাকায় চলমান ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো ২০২২ মেলায় এই ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার (২ ডিসেম্বর) ইউএস-বাংলার সহকারী পরিচালক মো. শরীফ হোসেনের সই করা পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অ্যাপোলো হসপিটালস গ্রুপ ইন্ডিয়ার প্রতিনিধি অফিস বাংলা হেলথ কানেক্ট ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শফিক আজম জানান, এই সেবার মাধ্যমে রোগীরা উপকৃত হবেন এবং ভারতে তাদের সবচেয়ে পছন্দের হসপিটালের অনেক সেবাই তাদের জন্য আরও সহজলভ্য হবে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা আমাদের ইন্টারন্যাশনাল পার্টনারদের কাছ থেকে এই ধরনের সেবাগুলোকে স্বাগত জানাই। আমরা আফ্রো-এশিয়ার বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রদানকারী অ্যাপোলো হসপিটালস গ্রুপ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত।’

অ্যাপোলো হসপিটালের গ্রুপ প্রেসিডেন্ট ডা. কে হরিপ্রসাদ বলেছেন, ‘অ্যাপোলো হসপিটাল গ্রুপ ঢাকায় ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো ২০২২-এ অংশ নিতে পেরে এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের গ্রাহকদের জন্য একটি বিশেষ ডিসকাউন্ট ভাউচার উপস্থাপন করতে পেরে আমরা আনন্দিত। এই ফলপ্রসূ সহযোগিতার জন্য আমি বাংলা হেলথ কানেক্ট এবং ইউএস-বাংলা এয়ারলাইনসকে সাধুবাদ জানাই। যেহেতু ভারত ও বাংলাদেশ তাদের সম্পর্কের একটি সোনালি যুগ অতিক্রম করছে, আমি নিশ্চিত যে বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থার সঙ্গে আমাদের অংশীদারত্ব রোগীদের জন্য অত্যন্ত উপকারী হবে।’

তিনি আরও বলেন, ‘গত ৩৭ বছরে অ্যাপোলো হসপিটালস ইন্ডিয়া বাংলাদেশি মানুষ এবং চিকিৎসকদের সঙ্গে যে সম্পর্ক বজায় রেখেছে, সেটিকে আমরা সর্বোচ্চ সম্মানের চোখে দেখে থাকি।’

পরে ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপোতে অ্যাপোলো হাসপাতাল ইন্টারন্যাশনাল ডিভিশনের   ভাইস প্রেসিডেন্ট জিতু জোস এবং ইউএস-বাংলার হেড অব মার্কেটিং মো. শফিকুল ইসলাম এই বিশেষ ডিসকাউন্ট ভাউচারটি উন্মোচন করেন।

জিতু জোস বলেন, ‘এ রকম ওয়েলকাম ভাউচার এই প্রথম এবং আমরা এটি ইউএস-বাংলা এয়ারলাইনসের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পেরে খুবই আনন্দিত।’

শফিকুল ইসলাম বলেন, ‘আমরা দুটি মহান দেশকে সংযুক্ত করার সঙ্গে সঙ্গে এই ধরনের সুযোগ-সুবিধা দেওয়ায় আমাদের যাত্রীরা আনন্দিত।’