X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকার গবেষণা হওয়া উচিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ মার্চ ২০২৩, ০০:৪৯আপডেট : ১৭ মার্চ ২০২৩, ০০:৫৫

বাঙালি জাতির মুক্তির প্রশ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টাকে জয়যুক্ত করতে ভারতীয় গণমাধ্যমের ভূমিকাকে ‘অবিস্মরণীয়’ বলে আখ্যায়িত করেছেন বিশিষ্টজনরা। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ আয়োজিত ‘ভারতীয় গণমাধ্যমে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে যোগ দিয়ে এ কথা বলেন বক্তারা।

বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের ‘অর্থনীতিবিদ ইব্রাহীম খালেদ সভাকক্ষে’ এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলম। বিশিষ্ট অর্থনীতিবিদ ও উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিউর রহমানের সভাপতিত্বে সেমিনারের নির্বাচিত বিষয়ের ওপর মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। পঠিত প্রবন্ধের ওপর আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এমরান জাহান ও বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক ড. এমরান জাহান। এতে বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘নাইট অব দ্য ন্যাশনাল অর্ডার অব মেরিট’-এ ভূষিত বিশিষ্ট ব্যাংকার দিলিপী দাশগুপ্ত। 

সেমিনারে উপস্থাপিত প্রবন্ধে পরিষদ সম্পাদক ও নিউজপোর্টাল বহুমাত্রিক.কম সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়কার ভারতীয় দৈনিকগুলোর শীর্ষখবরে যেভাবে ঠাঁই পেয়েছিলেন বাংলাদেশের জনক-তাতে প্রতিয়মান হয়নি তিনি অন্যদেশের একজন নেতা। কেবল স্বদেশ প্রত্যাবর্তনের সময়েই নয়, স্বাধীনতাপূর্ব ও পরবর্তী সময়গুলোতেও শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন ভারতীয় গণমাধ্যমের প্রধান শিরোনামের বিষয়। অবিস্মরণীয় ইতিহাসের অংশ হয়ে ওঠা সেসব প্রতিবেদন বাঙালি জাতির জনককে প্রজন্মের কাছে নতুনরূপে মূল্যায়নের সুযোগ করে দেবে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. ফকরুল আলম বলেন, ‘সাম্প্রতিক সময়ে বন্ধুপ্রতীম ভারত ও বাংলাদেশের জনগণের মাঝে অনেক পরস্পরবিরোধী দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটেছে। কোভিডের পূর্বে আমি শিলং সফরে গিয়ে স্থানীয়দের কারও কারও মাঝে বাঙালি বিদ্বেষ লক্ষ্য করি। একইভাবে বাংলাদেশেও অনেকের মাঝে ভারতবিরোধী দৃষ্টিভঙ্গি দেখা যাবে। এমন বাস্তবতায় মুক্তিযুদ্ধের সময়কার ভারতীয় গণমাধ্যমের ইতিবাচক মূল্যায়ন তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়া জরুরি। যাতে আমাদের মৈত্রীতে কেউ চিড় ধরাতে না পারে।’

সেমিনার সভাপতি অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, ‘একাত্তরে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রদেশের গণমাধ্যমসমূহ যে অবিস্মরণীয় ভূমিকা রাখে, ইতিহাসে তার যথাযথ স্থান হয়নি আজও। আমি মনে করি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার স্তরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বহু গবেষণা হওয়া উচিত। তরুণ প্রজন্ম এতে ইতিহাসের অনেক সত্য নতুন করে জানার সুযোগ পাবে।’

বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের দপ্তর সম্পাদক ও আবৃত্তি শিল্পী রুপশ্রী চক্রবর্তীর শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক প্রদীপ কুমার দাশ, বাংলাদেশ পথনাটক পরিষদের সভপতি মিজানুর রহমান, আয়োজক সংগঠনের শিল্প-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট নাট্যকর্মী মিল্টন আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সভাপতি তাপস হোড়। আয়োজনে সহযোগিতা দিয়েছে গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয় ও নিউজ পোর্টাল বহুমাত্রিক.কম।

/এলকে/
সম্পর্কিত
ইরানি প্রেসিডেন্ট রাইসির বিষয়ে নরেন্দ্র মোদির উদ্বেগ
লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট কাল
বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ