কানাডায় ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি যুবক

রিয়েল এস্টেট ব্যবসায় অবদানের জন্য কানাডার ‘ডিরেক্টরস ক্লাব অ্যাওয়ার্ড’ পেয়েছেন টরন্টোর রিয়েল এস্টেট এজেন্ট মাহবুব ওসমানী। শুক্রবার (১০ মার্চ) টরন্টোর বে-ভিউ ও শেপারডে অবস্থিত ‘দ্য ভিলেজ লফটে’ আয়োজিত রাইট অ্যাট হোম রিয়েলটি ব্রোকারেজের ডন মিলস শাখার কর্তা ব্যক্তিরা তার হাতে এই সম্মাননা তুলে দেন।

মাহবুব ওসমানীকে অভিনন্দন জানিয়েছেন এই ব্রোকারেজের প্রেসিডেন্ট জন লুসিংক, ব্রোকার অব রেকর্ড এবং জেনারেল ম্যানেজার জুলি কি, ব্রাঞ্চ ম্যানেজার মার্ক সালেঙ্গা এবং এরিয়া ম্যানেজার হ্যারি নাস্তামাগোস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাত বছর আগে অভিবাসী হয়ে কানাডায় পাড়ি জমিয়েছিলেন ওসমানী। এক বছরের মধ্যে টরন্টো ফিল্ম স্কুল থেকে ‘গ্রাফিক ডিজাইন অ্যান্ড ইন্টারেক্টিভ মিডিয়া’ নিয়ে পড়াশোনা শেষ করেন এবং ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। নিজের প্রথম বাড়িটি কেনার পরই রিয়েল এস্টেট পেশায় আগ্রহী হন ওসমানী। খুব অল্প সময়ে কানাডার বাংলাদেশিদের মধ্যে রিয়েলটর হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন মাহবুব ওসমানী। বাংলাদেশি কমিউনিটির নানা সামাজিক, সাংগঠনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে নিয়মিতভাবে আর্থিক সহযোগিতাও করেন তিনি।

ওসমানী টরন্টো থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক বাংলামেইল পত্রিকায় রিয়েল এস্টেট নিয়ে নিয়মিত গুরুত্বপূর্ণ নিবন্ধ লেখেন তিনি। এছাড়াও কানাডার প্রথম ২৪ ঘণ্টার টিভি চ্যানেল এনআরবি টিভিতে ‘প্রপার্টি গাই’ নামে নিয়মিত একটি অনুষ্ঠান সঞ্চালনা করেন তিনি।

কানাডায় পাড়ি জমানোর আগে ওসমানী ঢাকায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে শিক্ষকতা করতেন। পাশাপাশি তিনি চ্যানেল টোয়েন্টি ফোরে সংবাদ ও টক শো উপস্থাপনা করতেন। ওসমানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স উভয় পরীক্ষাতে প্রথম শ্রেণিতে প্রথম হওয়ায় রাষ্ট্রপতি পদক পেয়েছিলেন।