ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠানো রেমিট্যান্স তোলা যাচ্ছে বিকাশের এজেন্ট পয়েন্ট থেকে

ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এখন বিকাশের এজেন্ট পয়েন্ট থেকে তোলা যাচ্ছে। ফলে প্রবাসীদের প্রিয়জনরা বিকাশের এজেন্ট পয়েন্ট থেকে অনায়াসেই রেমিট্যান্সের টাকা গ্রহণ করতে পারছেন নিজেদের বিকাশ অ্যাকাউন্টে। বৈধ জাতীয় পরিচয়পত্র, সক্রিয় বিকাশ অ্যাকাউন্ট এবং মানি ট্রান্সফার কন্ট্রোল নম্বর (এমটিসিএন) দিয়ে রেমিট্যান্সের টাকা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

সম্প্রতি ক্রস-বর্ডার লেনদেন ও পেমেন্টের ক্ষেত্রে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়ন, এনসিসি ব্যাংক এবং বিকাশ যৌথভাবে ‘এজেন্ট অ্যাসিস্টেড মডেল (পিনভিত্তিক রেমিট্যান্স)’ সেবাটি চালু করেছে। বুধবার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই সেবা চালু উপলক্ষে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের সর্বনিম্ন ১০ হাজার টাকা গ্রহণ করলে ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। একজন গ্রাহক প্রতিমাসে একবারই এই সেবা গ্রহণ করতে পারবেন। অফারটি চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

ওয়েস্টার্ন ইউনিয়নের ভারত ও দক্ষিণ এশিয়ার কান্ট্রি ডিরেক্টর গৌরব ইয়াদাভ বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল বিশ্বে গ্রাহকদের চাহিদা মেটানোই মুখ্য। এই কৌশলগত উদ্যোগ উদ্ভাবনী প্রযুক্তিভিত্তিক দুটি প্রতিষ্ঠানের প্ল্যাটফর্মকে অর্থ লেনদেনে আরও বেশি সক্ষম করে তুলবে। আরও উদ্ভাবনী আর্থিক অন্তর্ভুক্তির নিশ্চিত করতে গ্রাহককে সরাসরি তার প্রিয়জনের পাঠানো অর্থ পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমরা।’

এ সেবা চালু প্রসঙ্গে বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, ‘বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ রেমিট্যান্স গ্রহণকারী দেশ। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গ্রহণের প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে বিকাশ। ওয়েস্টার্ন ইউনিয়নের সঙ্গে এই যৌথ উদ্যোগ বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়াকে বেগবান করে তুলবে।’

এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘বাংলাদেশে শীর্ষস্থানীয় রেমিট্যান্স ব্যাংক হিসেবে এনসিসি ব্যাংকের লক্ষ্য হলো ডিজিটাল চ্যানেলের মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন পেমেন্ট সুবিধা ও রেমিট্যান্স সেটেলমেন্ট নিশ্চিত করা। এই সেবা গ্রাহকদের বৈধ পথে নিরবচ্ছিন্নভাবে টাকা পাঠাতে উৎসাহিত করবে। এই যৌথ উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখবে অনুকরণীয় পেমেন্ট মডেল হিসেবে।’