ইউল্যাবে ন্যাশনাল ইয়ুথ ওয়েলনেস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) অনুষ্ঠিত হয়েছে ঢাকা ফ্লো নিবেদিত ইয়ুথ ওয়েলনেস ফেস্টিভ্যালের প্রথম পর্ব। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ হলে ছিল এ আয়োজন। সোমবার (৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু ছিল মানসিক, শারীরিক ও আত্মিক স্বাস্থ্য। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন দুইশ’ শিক্ষার্থী। এই ফেস্টিভ্যালের পরবর্তী পর্বগুলো ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম আয়োজনটিতে ডায়াবেটিস ও হৃদরোগ রোগ নিয়ন্ত্রণে ধ্যান ও ইয়োগার প্রয়োজনীয়তা প্রসঙ্গে বক্তব্য রাখেন।

ঢাকা ফ্লো’র ইয়োগা প্রশিক্ষক ও সহপ্রতিষ্ঠাতা সাজিয়া ওমর বলেন, ‘সুস্থতাকে সামগ্রিকভাবে আত্মস্থ করতে হবে। সুস্থ জীবনযাপনের পরিবেশ তৈরি করতে হলে আমাদের একত্রে কাজ করতে হবে।’