X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

হর্ন নিয়ে মোশাররফ করিমের সচেতনতামূলক বিজ্ঞাপন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ মে ২০২৫, ১৫:৫৮আপডেট : ০৮ মে ২০২৫, ১৬:০২

অকারণে হর্ন না বাজাতে ড্রাইভারদের সচেতন করতে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত একটি অনলাইন ভিডিও কমার্শিয়াল (ওভিসি) দারুণ সাড়া ফেলেছে। গত শুক্রবার (২ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করার পর প্রথম ৫ দিনে ৫০ লাখেরও বেশি বার দেখা হয়েছে বিজ্ঞাপনটি। 

বৃহস্পতিবার (৮ মে) দুপুর পর্যন্ত বিজ্ঞাপনটি সাড়ে ৫১ লাখ ভিউ (অর্গানিক) হয়েছে। তাছাড়া, ২ লাখ ৩০ হাজারেরও বেশি ফেসবুক ব্যবহারকারী ভিডিওতে রিঅ্যাক্ট করেছেন। ‘নয়েজ পলিউশন কন্ট্রোল প্রজেক্ট বাই ডিওই’ নামক ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিও’টি শেয়ার হয়েছে প্রায় ৭ হাজার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবেশ অধিদফতরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। মূল ভাবনা ও গল্প রচনা করেছেন মো. নাজিম উদ্দিন (মাসুম)।

বিজ্ঞাপনটিতে বাস ড্রাইভার মোশাররফ করিমের সঙ্গে হেল্পার চরিত্রে উপস্থিত হয়েছেন ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত মুখ রিপন মিয়া। অকারণে হর্ন না বাজাতে উদ্বুদ্ধ করতে প্রচারিত বিজ্ঞাপনটি দেখে নেটিজেনরা ইতিবাচক মন্তব্য করেছেন। 

জাহিদ কামাল পলাশ নামের ফেসবুক আইডি থেকে একজন মন্তব্য করেছেন, ‘দারুণ বিজ্ঞাপন। জনগণের কাছে সুন্দর বার্তা পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ।’ মোহাম্মদ আব্দুর রহিম মন্তব্য করেছেন, ‘সুন্দর একটা বাস্তবতা তুলে ধরা হয়েছে। সবাই মেনে চলবেন।’

রাত্রি ইসলাম মন্তব্যের ঘরে লিখেছেন, ‘অসাধারণ বিজ্ঞাপন।’ এছাড়াও বৃষ্টির ডেইলি ভ্লগ নামক একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, ‘অসাধারণ হয়েছে, খুবই ভালো লাগলো অভিনয়টা। আসলেই ঠিক এরকম হর্ন বাজালে মানুষেরও ক্ষতি, নিজেরও ক্ষতি।’

বিজ্ঞাপনে মোশাররফ করিমের সংলাপ ‘বাজাবো না অকারণে হর্ন, কমাবো শব্দদূষণ’ নিজেরা মেনে চলার পাশাপাশি অন্যদেরও মেনে চলার পরামর্শ দিয়ে মন্তব্য করেছেন অসংখ্য নেটিজেন। 

খুব অল্পসময়ে বিজ্ঞাপনটি ব্যাপক সাড়া পাওয়ার ব্যাপারে জানতে চাইলে মোশাররফ করিম বলেন, ‘আমার নিজেরও এমন ভাবনা ছিল যে এই ধরনের যেকোনও কাজ পেলে আমি করবো। কারণ আমি এর আগেও সচেতনতামূলক বেশ কিছু কাজ করেছি। আমি মনে করি শিল্পী হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকেই এই ধরনের কাজ করা উচিত। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই এই কাজটি আমার করা এবং আমার কাছে কাজটি করে খুব ভালো লেগেছে। প্রচারে আসার পরে অবশ্য বেশ সাড়া পাচ্ছি। তো, কথা একটাই যে কারণে এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে সেই কারণ বা উদ্দেশ সফল হলেই আমাদের সবার কষ্ট সার্থক হবে এবং আগামীদিনে আমরা এমন কাজ করতে অনুপ্রাণিত হবো।’

এছাড়াও বিজ্ঞাপনটির বিষয়বস্তুর পাশাপাশি মোশাররফ করিমের সঙ্গে রিপন মিয়ার উপস্থিতিও নেটিজেনদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। 

‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’র সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

/এমকেএইচ/
সম্পর্কিত
মোশাররফ করিমেরও ‘তামিল’ লুক, যা বললেন নির্মাতা
এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়!
হাতে রক্তমাখা কুঠার, ঠোঁটে ক্রূর হাসিতে ভয়ঙ্কর রাজ!
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাত: যুদ্ধ কি আবারও স্বাভাবিক হয়ে উঠছে?
ভারত-পাকিস্তান সংঘাত: যুদ্ধ কি আবারও স্বাভাবিক হয়ে উঠছে?
২০৫০ সাল নাগাদ ১ কোটি ৯০ লাখ মানুষ বাস্তুচ্যুতির আশঙ্কা
২০৫০ সাল নাগাদ ১ কোটি ৯০ লাখ মানুষ বাস্তুচ্যুতির আশঙ্কা
শ্রীলঙ্কায় বৃষ্টিতে পরিত্যক্ত শেষ ম্যাচ, সিরিজ বাংলাদেশের
শ্রীলঙ্কায় বৃষ্টিতে পরিত্যক্ত শেষ ম্যাচ, সিরিজ বাংলাদেশের
স্ত্রীসহ সাবেক সংসদ সদস্য কিরণের বিরুদ্ধে দুদকের ২ মামলা
স্ত্রীসহ সাবেক সংসদ সদস্য কিরণের বিরুদ্ধে দুদকের ২ মামলা
সর্বাধিক পঠিত
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
যশোরে তিনটি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা
যশোরে তিনটি খাবারের দোকানের বিরুদ্ধে মামলা
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবি ‘মিথ্যাচার’: চীনের ভারতীয় দূতাবাস
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২