কর-জিডিপি অনুপাত ১০ শতাংশ করার লক্ষ্য সরকারের: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বাংলাদেশে কর-জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় অনেক কম। তাই বর্তমান সরকার অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় কর-জিডিপি অনুপাত বাড়ানো, কর ব্যবস্থাপনায় সংস্কার এবং ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে কর-জিডিপির অনুপাত ১০ শতাংশ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত ‘ব্যবসার জন্য ট্যাক্স, ভ্যাট এবং শুল্ক সম্পর্কে বোঝাপড়া’ শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। এ লক্ষ্যে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-৪১) বাস্তবায়ন করা হচ্ছে এবং একটি ব্যবসাবান্ধব পরিবেশ ও সমৃদ্ধ রাজস্ব আহরণ ব্যবস্থা গড়ে তোলার ওপর প্রাধান্য দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ রাজস্ব ব্যবস্থা সুসংহত করার মাধ্যমে অর্থনীতির চাকা সচল রাখার গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফটিআই’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীন। তিনি বলেন, বিএফটিআই প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পাবলিক সেক্টর ও প্রাইভেট সেক্টরের বাণিজ্য সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ পরবর্তী সময়ের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা ও সক্ষমতা বৃদ্ধির কথা বিবেচনা করে এই প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ প্রশিক্ষণ  আয়কর, শুল্ক ও মূসক এবং আয়কর বিষয়ে বাস্তবজ্ঞান আহরণে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএফটিআই’র পরিচালক মো. ওবায়দুল আজম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

গত ২০ সেপ্টেম্বর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয় ও এর দফতরগুলো, ব্যবসায়িক সমিতি ও চেম্বারগুলো, আমদানিকারক, রফতানিকারক প্রতিষ্ঠানের ৩২ জন কর্মকর্তা অংশ নিয়েছেন।