যুক্তরাষ্ট্রে ‘আগামী’র নতুন সভাপতি পারভেজ

বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে যুক্তরাষ্ট্রের অলাভজনক সংগঠন আগামী ইনক। ২০২৩-২০২৪ মেয়াদে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মুস্তাফিজুর রহমান পারভেজ।

সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্পন্ন শিক্ষার সুযোগ তৈরিতে যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রহের মাধ্যমে ‘আগামী' কার্যক্রম পরিচালনা করে। এই তহবিল দিয়ে বাংলাদেশে বেশ কয়েকটি স্কুল পরিচালনা করছে সংগঠনটি। গত ২০ বছর ধরে ৪০টির বেশি স্কুলকে সহায়তা দিয়েছে। বর্তমানে ১৯টি স্কুলে ৩ হাজারেও বেশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদানসহ, শিক্ষা বিস্তারে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে আগামী।

এসব স্কুলে শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষাব্যবস্থার সব ধরনের সুযোগ তৈরি করা হয়েছে।পাঠাগার তৈরি, সহ-শিক্ষা কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্যশিক্ষার ব্যবস্থা, ইংরেজি ভাষা শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের মতো কার্যক্রমে গভীর মনোনিবেশ করেছে উত্তর আমেরিকা-ভিত্তিক অলাভজনক এই প্রতিষ্ঠানটি।

একইসঙ্গে তাদের পরিচালিত স্কুলে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার ও স্কুল ড্রেস দেওয়া হয়। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণ ও বিনোদনমূলক নানা আয়োজনও থাকে।

২০১১ সালে সান ফ্রান্সিসকোর বে এরিয়াতে  ‘আগামী’র প্রতিষ্ঠাতা ডা. সাবির মজুমদারের হাত ধরে এর কার্যক্রমে যুক্ত হন পারভেজ।

প্রযুক্তি বিশেষজ্ঞ মুস্তাফিজুর রহমান পারভেজ এর আগে ‘আগামী’র সৌর প্রকল্পে সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের এই ভিশনে সহায়ক ভূমিকা পালন করছে আগামী।