এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে এ আয়োজন করা হয়। এতে শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে ব্যবস্থাপনা পরিচালক পদে আগামী পাঁচ বছরের জন্য পুননির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ। বার্ষিক সাধারণ সভায় শেয়ারধারীদের শতভাগ ভোটে তিনি ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন এনভয় টেক্সটাইলস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ঘোষিত ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নেওয়া হয়। এ সভায় শেয়ারধারীদের বড় অংশ (৯৯ দশমিক ৯৭ শতাংশ) কোম্পানিটির পরিচালক শেহরীন সালামকে পুনরায় পরিচালক পদে নির্বাচনের বিরোধিতা করেন। এ কারণে তিনি পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়েন। শেহরীন সালাম নির্বাচিত না হওয়ায় শূন্য পদে পরিচালক হিসেবে নির্বাচিত হন ইপিক গার্মেন্টস মনোনীত সুনীল দৌলতরাম দারিয়ানানি। এছাড়া পরিচালক হিসেবে শেয়ারহোল্ডারদের শতভাগ ভোট পেয়ে পুননির্বাচিত হয়েছেন কুতুবউদ্দিন আহমেদ ও সুমাইয়া আহমেদ।

সভাটি পরিচালনা করেন এনভয় টেক্সটাইলসের কোম্পানি সচিব এম সাইফুল ইসলাম চৌধুরী।