গবেষকদের সঙ্গে এআইইউবি’র চুক্তি স্বাক্ষর ও চেক হস্তান্তর

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি)  ‘অফিস অব রিসার্চ’ গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের গবেষকদের সঙ্গে চুক্তি স্বাক্ষর ও চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড. লামাগনা চুক্তি স্বাক্ষর ও চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গবেষকদের হাতে চেক হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন— এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর, ডিন, ডিরেক্টর, রিসার্চ অফিসের ইনচার্জ ও ফ্যাকাল্টি রিসার্চ কমিটির প্রতিনিধিরা।

অনুষ্ঠানে ড. লামাগনা গবেষকদের জন্য তার দিকনির্দেশনা প্রদান করেন এবং বিভিন্ন অনুষদের ডিনরা তাদের বক্তব্য রাখেন।

এআইইউবি’র চারটি অনুষদ থেকে সাতটি প্রকল্পে মোট ১৫ জন গবেষক ও সহ-গবেষককে গবেষণার জন্য অনুদান প্রদান করা হয়। এআইইউবির গবেষকরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)— বিশেষ করে এসডিজি ৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), এসডিজি ৪ (গুণমান শিক্ষা), এসডিজি ৯ (শিল্প, উদ্ভাবন, এবং অবকাঠামো) ও এসডিজি ১৭ (লক্ষ্যের জন্য অংশীদারিত্ব)-এর ওপর গবেষণাকে গুরুত্ব প্রদান করেন।