লাইফ অ্যান্ড হেলথ ও পায়াথাই-২ হাসপাতালের যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা

থাইল্যান্ডের হাসপাতাল পায়াথাই-২ ইন্টারন্যাশনাল হসপিটালের সঙ্গে যৌথভাবে বাংলাদেশি রোগীদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়েছে লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড। শনিবার (২৫ মে) পায়াথাই-২ ইন্টারন্যাশনাল হসপিটালের ডা. উইসিত কাসেতসার্মউইরিয়া এবং ডা. তানোমসিরি স্তিথিত এই পরামর্শ দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পায়াথাই-২ থাইল্যান্ডের সবচেয়ে বড় বেসরকারি হসপিটালগুলির মধ্যে একটি। এখানে সমস্ত বিভাগ একত্রে, এক ছাদের নিচে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে এবং সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা দেয়। হসপিটালটি ১৯৮৭ সালের ২২ জুলাই প্রতিষ্ঠিত হয়। এটি থাইল্যান্ডের বিডিএমএস গ্রুপের একটি জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (জেসিআই) স্বীকৃত সদস্য হাসপাতাল।