দেশের স্বনামধন্য সুপারশপ ব্র্যান্ড মীনা বাজার মিরপুর সাড়ে ১১ ও আফতাবনগরের অ্যাভিনিউ রোডের বি ব্লকে নতুন দুটি আউটলেট যাত্রা শুরু করলো।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আউটলেট দুটি উদ্বোধন করেন মীনা বাজারের সিওও শামীম আহমেদ জায়গীরদার ও আউটলেটের বিশিষ্ট ফ্র্যাঞ্চাইজিরা। এ সময় আরও উপস্থিত ছিলেন মীনা বাজারের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফরিদুর রেজা ও অন্যান্য প্রধান কর্মকর্তারা।
শামীম আহমেদ জায়গীরদার বলেন, মিরপুর সাড়ে ১১ ও আফতাবনগরে আমাদের আউটলেট খুলতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের লক্ষ্য ছিল সবসময় যাতে গ্রাহকরা মানের সঙ্গে কোনও আপস ছাড়াই সুবিধাজনকভাবে কেনাকাটা করতে পারেন। এই নতুন আউটলেটগুলো আমাদের প্রতিশ্রুতি এবং গ্রাহকদের
পরিবর্তিত চাহিদা পূরণ করার প্রমাণ।
আন্তর্জাতিক মানসম্পন্ন গ্রাহক সেবা এবং সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন পণ্য ও সেবার মান নিশ্চিত করতে মীনা বাজার ২০০২ সাল থেকে যাত্রা শুরু করে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুরে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। মীনা বাজারের আফতাবনগর ও মিরপুর সাড়ে ১১ আউটলেটে সেরা মূল্যে আকর্ষণীয় অফারসমূহ ও দৈনন্দিন গ্রোসারি পণ্য উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।
ব্যস্ত নাগরিক জীবনে স্বস্তি এনে দিতে মিরপুর সাড়ে ১১ ও আফতাবনগরের স্থানীয় এলাকাবাসীরা মীনা বাজারের হটলাইন নম্বর ০১৯৩৩১১৭৭৫৫-এ অর্ডার করার মাধ্যমে হোম ডেলিভারি সুবিধা উপভোগ করতে পারেন। মীনা বাজারের আউটলেট ছাড়াও গ্রাহকরা meenabazaronline.com-এর মাধ্যমে অনলাইন শপিং করতে পারেন। গ্রাহকরা তাদের প্রশ্ন এবং প্রতিক্রিয়া জানাতে সুপারশপটির কল সেন্টারের সুবিধা পেয়ে থাকেন।