ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের বিএইটিই স্বীকৃতি অর্জন 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামটি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) বোর্ড অফ অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছে। 

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই স্বীকৃতিটি ওয়াশিংটন অ্যাকর্ড দিয়ে প্রত্যয়িত; যা প্রকৌশল প্রোগ্রামগুলোর স্বীকৃতি প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে একটি অন্যতম আন্তর্জাতিক স্বীকৃতি। এই প্রত্যয়নের ফলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকরা বিশ্বব্যাপী পেশাদার প্রকৌশলী হিসাবে স্বীকৃত হবেন। এটা তাদের জন্য বিশ্বজুড়ে কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি করবে। পাশাপাশি তারা আইইবি’র সদস্য হতে পারবেন। 

বুধবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি। এই গুরুত্বপূর্ণ অর্জনকে উদযাপন করতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগকে অভিনন্দন জানানো হয়। 

প্রতিনিধি দলে আরও ছিলেন—উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন  ড. মো. নাইমুল হক এবং বিভাগের অন্যান্য শিক্ষকরা অতিথিদের স্বাগত জানান। 

তাদের মতে, এই স্বীকৃতি বিশ্বমানের প্রকৌশল শিক্ষা প্রদানে এবং শিক্ষার্থীদের বৈশ্বিক পরিবেশে নিজেদের উৎকর্ষ সাধনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অবদানকে তুলে ধরবে।