চিটাগংয়ের সংগ্রহ ১৩৪

চিটাগংয়ের সংগ্রহ ১৩৪বিপিএলে শীর্ষে থাকা ঢাকার বিপক্ষে সতীর্থ ব্যাটসম্যানদের ব্যর্থতা দেখলেও নিজের জাতটা ঠিকই চিনিয়েছেন চিটাগং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল। তার ৭৪ রানে ছয় উইকটে ১৩৪ রান সংগ্রহ করেছে ভাইকিংস।

মাঠভর্তি দর্শকসহ নিজের দলকেই হতাশ করেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল। ছয় বল খেলে এক রান করার পর ধৈর্য্যচ্যুতি ঘটে তার। স্বদেশি আন্দ্রে রাসেলের শর্ট বল পুল করে মাঠের বাইরে পাঠাতে চেয়েছিলেন তিনি। বলে ব্যাটে ঠিক মতো না হওয়ায় বল উঠে যায় এক্সট্রা কাভারে, সাকিব আল হাসানের হাত ফসকায়নি ক্যাচটি।

ধীরগতির রান রেটের দ্বিতীয় বলি হন এনামুল হক বিজয়। ঢাকার নতুন রিক্রুট রন্সফোর্ড বিটনের বলে মারতে গিয়ে টপ এজে খাড়া বল তুলে দিলে কুমার সাঙ্গকারা তা গ্লাভস বন্দি করেন। রানের খাতা না খুলেই বিদায় নেন ভাইকিংসের ওয়ান ডাউনে নামা এই  ব্যাটসম্যান।

এরপর ছয় রান করা জহুরুল ইসলামকে স্লোয়ার ডেলিভারির ফাঁদে ফেলে ডিপ মিড উইকেটে রন্সফোর্ড বিটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরান ডোয়াইন ব্রাভো।

সতীর্থরা ব্যর্থ হলেও অধিনায়ক তামিম ইকবালের দুরন্ত ফর্ম এ ম্যাচেও অব্যাহত থাকে। শোয়েব মালিককে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে তিনি করেন ৮৬ রান।  এ জুটিই মূলত ভাইকিংসকে লড়াই করার ভিত্তি দেয় । ২৫ বলে ৩৩ রান করে রন্সফোর্ড বিটন ও আন্দ্রে রাসেলের ওয়েস্ট ইন্ডিয়ান কম্বিনেশনে বিদায় নেন মালিক। এর মাধ্যমে বিটন নেন তার দ্বিতীয় উইকেট।

অষ্টাদশ ওভারে ডোয়াইন ব্রাভোর জোড়া আঘাতে আবার বিপদে পড়ে ভাইকিংস। প্রথম বলে বিদায় নেন তামিম। মারা ছাড়া গতি নেই- এই ধারায় খেলতে গিয়ে তিনি আবারও লং অফে দাঁড়ানো আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ দেন। ৫৯ বলে তিনটি ছক্কা ও ছয়টি চারে ৭৪ রানে তামিম দলকে উপহার দেন ‘ক্যাপ্টেনস নক’। ১১ ম্যাচে ৪২৫ রান নিয়ে তিনি এখন বিপিএলের শীর্ষ রান সংগ্রাহক। পঞ্চম বলে ব্রাভো শূন্য রানে ফেরান মো. নবীকে।

এরপর জাকির হাসানের ৯ ও ইমরান খানের অপরাজিত ৪  রানে সংগ্রহ ১৩৪ করতে পারে ভাইকিংস।

/আরএম/এফআইআর/