দ্বিতীয় দিনের প্রথম সেশন বাংলাদেশের

bdক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ড সফরের শেষ টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত সময়টা ভালোই কাটলো বাংলাদেশের। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত কিউইদের সংগ্রহ ২ উইকেটে ৭০ রান।

দিনের ১৫তম ওভারে বল করতে এসে জোড়া উইকেট নেন ওয়েলিংটন টেস্টে ৩ উইকেট নেওয়া কামরুল ইসলাম রাব্বি। দিনের শুরু থেকে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত রুবেল, তাসকিন, মিরাজ সবাই ভালো বল করেছেন।

উল্লেখ্য শুক্রবার প্রথম ইনিংসে বাংলাদেশ টসে হেরে ব্যাট করতে নেমে ২৮৯ রানেই অলআউট হয়ে যায়। চোটের শিকার ইমরুলের জায়গায় দলে জায়গা পাওয়া সৌম্য সরকার সর্বোচ্চ ৮৬ রান করেন।

বাংলাদেশ দল যখন নিউজিল্যান্ড সফরের শেষ টেস্ট খেলছে, তখন চোটের কারণে দল থেকে ছিটকে পড়া টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম দেশের পথে বিমানে। তার সঙ্গী হয়েছেন চোটের শিকার আরেক ব্যাটসম্যান মমিনুল হক। দুজন শনিবার দুপুরে ক্রাইস্টচার্চ বিমানবন্দর ছাড়েন দেশের উদ্দেশে। দলের ম্যানেজার সাব্বির খান বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান। চোটের আরেক শিকার ইমরুল কায়েস রবিবার ফিরে যাবেন দেশে।

/কেআর/