জয়ে ফিরলো রিয়াল

sergio-ramos-real-madrid-malaga-laliga-21012017_vq81iftd8kej1isze4z2xxic3আগের দুই ম্যাচে হেরে নিজেদের ছায়া হয়েই ছিল রিয়াল মাদ্রিদ। অবশেষে শনিবারই পুরনো রূপে ফিরলো স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় মালাগাকে ২-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকেই তেতে ছিল জায়ান্টরা। যদিও গোলের দেখা পেতে সময় নেয় ৩৫ মিনিট। শুরুর সেই গোলটি করেন সার্হিও রামোস। অবশ্য আজকের ম্যাচে স্প্যানিশ এই তারকাই উত্তেজনা ছড়াচ্ছিলেন। তাই এখানেই থেমে থাকলেন না। ৪৩ মিনিটে ফের মালাগার জালে বল পাঠিয়ে আধিপত্য বজায় রাখেন। অবশ্য দুটি গোলই আসে টনি ক্রুসের সেট পিস থেকে।

যদিও শুরুতে দুটি সুযোগ হাতছাড়া করে রিয়াল। লুকাস ভেসকেস সুযোগ তৈরি করে দিলেও কারিম বেনজেমার হেড বাউন্স খেয়ে লক্ষ্যের ওপর দিয়ে চলে যায়। একইভাবে রোনালদো শট নিলেও সেটি মালাগার গোলরক্ষকের পায়ে লেগে প্রতিহত হয়।

দ্বিতীয়ার্ধেও পাল্টা আক্রমণ ছিল রিয়ালের। আর এই অর্ধেই খেলার ধারার বিপরীতে ৬৩ মিনিটে একটি গোল শোধ করে মালাগা। প্রথম দিকে শটটি প্রতিহত করেছিলেন রিয়াল গোল রক্ষক নাভাস। কিন্তু ফিরতি বলে গোল করেন আনোর।

শেষ দিকে শুরুর মতো নিষ্প্রভ ছিলেন প্রাণভোমরা রোনালদো। সুযোগ পেলেও ফিনিশিং টাচ দিতে পারেননি।

এই জয়ে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার সংগ্রহ ৩৯। আর বার্সেলোনার সংগ্রহ ৩৮।

/এফআইআর/