হাজারতম ম্যাচ খেললেন বুফন

 

পেশাদারী ফুটবল জীবনের হাজারতম ম্যাচ খেললেন বুফন

এগিয়েই চলেছেন ইতালিয়ান কিংবদন্তী গোলরক্ষক জিয়ান লুইজি বুফন। শুক্রবার আলবেনিয়ার বিপক্ষে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের ২-০ গোলে জয়ের ম্যাচে তিনি খেললেন নিজ পেশাদারী ফুটবল জীবনের হাজারতম ম্যাচ। নিজের হাজারতম ম্যাচে অক্ষতই রেখেছেন দুর্গ।

পালেরমোতে অনুষ্ঠিত খেলাটিতে ইতালি অধিনায়ক বুফনকে খুব একটা ভুগতে হয়নি, আলবেনিয়ার আক্রমণভাগ ইতালির রক্ষণভাগে প্রভাব বিস্তার করার মতো নয়, তাই ধাক্কা সামলাতে হয়নি বুফনকে। ১২ মিনিটে ড্যানিয়েল ডি রসি ও সিরো ইমমোবাইল ৭১ মিনিটে করেন গোল দুটি। এ জয়ে ইতালি সমান ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ই তে স্পেনের সাথে শীর্ষে আছে। ম্যাচটি একবার মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল কারণ আলবেনিয়ার সমর্থকরা মাঠে ’স্মোক বম্ব’ নিক্ষেপ করে যার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় মাঠ।

তবে ধোঁয়ার মাঝে আলোকিত হয়ে  ওঠেন  ৩৯ বছর বয়সী বুফন। ১৯৯৫ সালে সতের বছর বয়সে পার্মার হয়ে খেলা শুরু করেছিলেন  ইতালিয়ান অধিনায়ক, ২০০১ সালে যোগ দেন য়ুভেন্তাসে। ইতালির হয়ে জিতেছেন বিশ্বকাপ, দেশের ও  ক্লাব পর্যায়ে রয়েছে আরও অনেক সাফল্য।

 /আরএম