নাদালকে হারিয়ে মায়ামিতে জিতলেন ফেদেরার

নাদালকে হারিয়ে মায়ামিতে জিতলেন ফেদেরার কালের পরিক্রমায় নাদাল-ফেদেরার দ্বৈরথ রূপ নিয়েছিল ক্ল্যাসিকে। মায়ামিতে টেনিস বিশ্ব অপেক্ষাতেই ছিল, হয়তো সেখানে দেখা মিলবে ক্ল্যাসিক একটি লড়াইয়ের! কিন্তু এই মৌসুমটা যে ছিল ৩৫ বছর বয়সী ফেদেরারের। ফাইনালে তার কাছে পাত্তাই পেলেন না ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। তাকে হারিয়ে তৃতীয়বারের মতো মায়ামির শিরোপা ঘরে তুলেছেন ১৮বারের গ্র্যান্ডস্লাম জয়ী রজার ফেদেরার।

ফাইনালে সেভাবে প্রতিরোধ দিতে পারেনি নাদাল। ব্যবধান ছিল ৬-৩, ৬-৪ গেমের। এই জয়ে নাদালের বিপক্ষে টানা চারবারই অজেয় থাকলেন ফেদেরার। একই সঙ্গে এই মৌসুমে ১৯ ম্যাচ জয়ের রেকর্ডটাও অক্ষুণ্ন রাখলেন। ২০১৭ সালে উড়তে থাকা এই তারকা হারের মুখ দেখেছে মাত্র একটিতেই!

এমন পারফরম্যান্সের পর এই মৌসুমটা আর হেলায় ফেলতে চাইছেন না ফেদেরার। তাই টুর্নামেন্টের পর দুই মাসের বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ লক্ষ্য যে এবার ফ্রেঞ্চ ওপেন। নিজের সেই লক্ষ্য পূরণ নিয়ে ৩৫ বছর বয়সী তারকা বলেছেন, ‘যখন আমি এমন সুস্থ ও ভালো অনুভব করবো তখনই এমন টেনিস উপহার দিতে পারবো। যদি আমি ভালো নাই খেলতাম, তাহলে রাফার সঙ্গে ফাইনালে আমার দেখাই হতো না।’

তিনি আরও যোগ করেন, ‘সব কিছু মাথায় রেখেই আমি ক্লে কোর্টের মৌসুমে বিশ্রামে থাকবো। যাতে করে ফ্রেঞ্চ ওপেনের জন্য প্রস্তুতি নিতে পারি।’

/এফআইআর/