চেলসির হারের দায় নিচ্ছেন কন্তে

চেলসির হারের দায় নিচ্ছেন কন্তেশিরোপার দৌড়ে এগিয়ে থাকা চেলসি হঠাৎ যেন বিবর্ণ। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে ‘ব্লুজ’। এমন হারের যৌক্তিক ব্যাখ্যা হয়তো নেই! কিন্তু সেই হারের পুরো দায় নিজের কাঁধেই নিচ্ছেন কোচ অ্যান্তনিও কন্তে। এমনকি বলছেন, দলকে তাতিয়ে দিতে পারেননি বলেই হেরেছে তার দল, ‘আমরা ভালো খেলিনি, তবে ম্যানইউ এই ম্যাচ যোগ্য দল হিসেবে জিতেছে।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘ এই ম্যাচ জিততে ওরা অনেক বেশি প্রেরণা, ক্ষুধা দেখিয়েছে। সেই হিসেবে ব্যর্থতার জন্য কোচই দায়ী।’

শিরোপার দৌড়ে এগিয়ে থাকলেও গত কয়েকটি ম্যাচে নিজেদের ছায়া হয়ে রয়েছে চেলসি। ৪ ম্যাচে হার ছিল দুটিতে। এই অবস্থায় শঙ্কা বোধ করছেন কন্তে, ‘অবশ্যই শঙ্কা কাজ করছে। আমাদের একসঙ্গে আরও পরিশ্রম করতে হবে। তাই শিরোপা জিততে দ্রুতই একটি লক্ষ্য ঠিক করতে হবে।’

অবশ্য এক্ষেত্রে পুরনো কথা মনে করিয়ে দিয়েছেন চেলসি কোচ, ‘কেউ যদি মনে করে শিরোপা জেতা চেলসির জন্য স্বাভাবিক, তাদের জানা দরকার যে গত মৌসুমে আমরা দশম স্থান স্থানে ছিলাম।’

/এফআইআর/