‘অভিজ্ঞ’ সাব্বিরের চোখ চ্যাম্পিয়নস ট্রফিতে

‘অভিজ্ঞ’ সাব্বিরের চোখ চ্যাম্পিয়নস ট্রফিতে২০১৪ সালে ওয়ানডে অভিষেকের পর এখন পর্যন্ত ৩৫টি ম্যাচ খেলেছেন সাব্বির রহমান রুম্মন। বিস্ফোরক এই ব্যাটসম্যানকে দলে সুযোগ পাওয়ার পর থেকে কখনই দলের বাইরে থাকতে হয়নি। অসাধারণ ব্যাটিং করে দর্শকদের বিনোদন দিচ্ছেন। শুক্রবার মোহামেডানের বিপক্ষেও এর ব্যতিক্রম ছিল না। অপরাজিত ৭৮ রানের এক ঝড়ো ইনিংস খেলেছেন জাতীয় দলের এই তারকা।

সেই ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেই সুযোগ পেয়েছিলেন ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে। শুরু থেকেই আস্থা রাখা সাব্বির অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে গিয়েও নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন। মেলবোর্ন, নেলসনে, হ্যামিল্টনে বিস্ফোরক কয়েকটি ইনিংস খেলে বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হয়ে উঠেন। এমনকি ৬-৭ নম্বরে নিজের ব্যাটিং পজিশনকে উন্নতি করে তিন নম্বরে নিয়ে আসেন। এখন সীমিত ওভার ক্রিকেটে নিয়মিত তিন নম্বরেই ব্যাটিং করছেন।

আগামী ২৬ এপ্রিল ইংল্যান্ডে দশ দিনের ক্যাম্পে অংশ নিতে ঢাকা ছাড়বে বাংলাদেশ। দলের সঙ্গে উড়াল দেবেন সাব্বিরও। এরপর আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে লাল-সবুজরা। তাই গত কয়েক বছরের অভিজ্ঞতার সবটুকু ঢেলে দিতে প্রস্তুত সাব্বির রহমান, ‘আসলে আমার জন্য প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। সেটা যেখানেই খেলি না কেন। কোনও ম্যাচে রান পেলে সেটা সব সময়ই পরবর্তী ম্যাচের আগে আত্মবিশ্বাসী করে তোলে। আমি সাধারণত টার্গেট করে কিছু করি না। ম্যাচ বাই ম্যাচ খেলি। এবারো তেমনই লক্ষ্য। সেভাবেই আমি প্রস্তুতিটা নিচ্ছি। গত কয়েক বছর খেলে আমার অভিজ্ঞতা হয়েছে। আশা করি এবার সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারব। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজের অভিজ্ঞতাটুকু ব্যবহার করে ভালো কিছু করার চেষ্টা করবো।’

18057841_1208428952560055_674157689387911398_nদ্রুত ইংল্যান্ডের উইকেটে মানিয়ে নেওয়ার জন্য বাড়তি কী প্রস্তুতি নিচ্ছেন-এমন প্রশ্নে দ্রুত জবাব সাব্বিরের, ‘বাড়তি প্রস্তুতি নিচ্ছি। ইনডোরে স্ল্যাবে ব্যাটিং করছি। দ্রুতগতির বল খেলার ক্ষেত্রে এই প্রস্তুতিটা আমাকে সাহায্য করবে।’

অন্য সবার মতো সাসেক্সে দশ দিনের ক্যাম্পটাকেও গুরুত্বপূর্ণ মনে করছেন সাব্বির, ‘ইংল্যান্ডে ক্যাম্প আছে। ওখানে ১০-১২টা দিন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্যাম্প থেকে ভালো প্রস্তুতি নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারলে আমাদের জন্য চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো ফল করা সহজ হবে।’

সম্প্রতি বিদেশের মাটিতে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে খেলেছে বাংলাদেশ। সেখানে ভালো খেলায় চ্যাম্পিয়নস ট্রফিকে কঠিন কোন চ্যালেঞ্জ দেখছেন না বিস্ফোরক এই ব্যাটসম্যান, ‘চ্যালেঞ্জ খুব বেশি না। আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো খেলব। আমরা নিউজিল্যান্ডে ভালো খেলেছি, শ্রীলঙ্কাতে ভালো খেলেছি। এছাড়া বড় বড় সব দলগুলোকে হারানোর অভিজ্ঞতা আমাদের রয়েছে। সবমিলিয়ে আমি মনে করি ওই কন্ডিশনে খুব একটা সমস্যা হবে না।’

/এফআইআর/