ক্লাসিকোতে নেই নেইমার

ক্লাসিকোতে নেই নেইমারএল ক্লাসিকোতে নেইমার খেলবেন, নাকি খেলবেন না। এভাবেই দোটানায় ছিলেন বার্সেলোনা ভক্তরা। শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রীড়া আদালতের সিদ্ধান্ত বেরুতে দেরি হওয়ায় ধৈর্য্য হারিয়ে ফেলেছে বার্সেলোনা। ক্লাবটি নিজে থেকেই নেইমারকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে।

অবশ্য আশায় ছিল বার্সেলোনা। তাই মাদ্রিদে নেইমারকে সঙ্গী করেই ভ্রমণ করেছিল তার সতীর্থরা। কারণ নিয়ম অনুসারে আন্তর্জাতিক আদালতের রায়ের আগ পর্যন্ত নেইমারের নিষেধাজ্ঞা স্থগিত থাকবে। এমনটি ভেবেই নেইমারকে বার্নাব্যুতে নিয়ে যায় বার্সা। তবে রায় বার্সার বিরুদ্ধে গেলে বিপত্তি বাঁধতে পারতো। নিয়ম অনুযায়ী নিষিদ্ধ খেলোয়াড়কে ম্যাচ খেলানোর ফল হচ্ছে ওই ম্যাচে যে দলই জিতুক পরে প্রতিপক্ষকেই জয়ী ঘোষণা করা হয়। তাই আসন্ন বিপদের কথা মাথায় নিয়ে নেইমারকে খেলানোর ঝুঁকিটা নিতে চায়নি বার্সা।  

বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘ম্যাচের আগে আন্তর্জাতিক আদালতের রায় নিয়ে অনিশ্চয়তা থাকায়, নেইমারকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা।’

মালাগার বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচেই এমন অঘটনের সাক্ষী ছিলেন নেইমার। তাকে লাল কার্ড দেখানোর পর রেফারিকে ব্যঙ্গ করে তালি মেরেছিলেন। তাতে এক ম্যাচের নিষেধাজ্ঞার সঙ্গে মেলে আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা।

এই নিষেধাজ্ঞায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলা হয়নি নেইমারের। ওই ম্যাচটি ৩-২ গোলে জেতে বার্সেলোনা। এরপরেই বাড়তি নিষেধাজ্ঞার বিপক্ষে আবেদনের সিদ্ধান্ত নিয়েছিল নেইমারের ক্লাব। গোলডটকম।

 /এফআইআর/