সময় পার হলেও চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেনি ভারত

সময় পার হলেও চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেনি ভারতমোড়লগিরি নিয়ে আইসিসির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের দ্বন্দ্বের বিষয়টি আর অজানা নয়। রাজস্ব ভাগাভাগি নিয়ে অসন্তুষ্ট ভারত চ্যাম্পিয়নস ট্রফি থেকে নিজেদের প্রত্যাহার করতে পারে- এমনটা অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত তারই ইঙ্গিত দিয়ে রাখল বিসিসিআই। চ্যাম্পিয়নস ট্রফির জন্য বেঁধে দেওয়া সময় পার হলেও কোনও দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করতে আইসিসির ডেড লাইন ছিল ২৫ এপ্রিল। বাকি সাত দল ইতোমধ্যেই তাদের দল ঘোষণা করেছে। বাকি ছিল শুধু ভারত ও পাকিস্তান। পাকিস্তানও মঙ্গলবার তাদের চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে। কিন্তু ভারত এখনও পর্যন্ত কোনও দল ঘোষণা করেনি।যা আইসিসির কাছে ভিন্ন কোনও বার্তা নিয়েই আসতে পারে।

যদিও আইসিসির নিয়ম অনুযায়ী বিশেষ পরিস্থিতে পরেও নাম দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে বিসিসিআই এখনও চ্যাম্পিয়নস ট্রফি থেকে নাম প্রত্যাহারের বিষয়টি জানায়নি। বরং দল ঘোষণা না করে উল্টো আইসিসিকে ভিন্ন এক জবাবই দিচ্ছে তারা। - দ্য টাইমস অব ইন্ডিয়া।

/এফআইআর/