চতুর্থ খেলোয়াড়কে নামানো যাবে বদলি হিসেবে

খেলোয়াড় বদলির এই দৃশ্যটা সর্বোচ্চ দেখা যাবে চারবারপ্রতিযোগিতামূলক ‍ফুটবল ম্যাচে সর্বোচ্চ তিন খেলোয়াড়কে নামাতে পারে কোনও দল। তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় বাড়তে যাচ্ছে সংখ্যাটা। তিন নয়, সর্বোচ্চ চার খেলোয়াড়কে বদলি হিসেবে নামানোর অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। তবে খেলা অতিরিক্ত সময়ে গড়ালেই কেবল বদলি হিসেবে চতুর্থ খেলোয়াড় নামাতে পারবে কোনও দল।

খেলোয়াড়দের ফিটনেস ও স্বাস্থের কথা চিন্তা করে উয়েফা চতুর্থ বদলি খেলোয়াড়ের অনুমোদন দিয়েছে। খেলা অতিরিক্ত সময়ে গড়ালেও এতদিন সর্বোচ্চ তিন খেলোয়াড়কে বদল করা যেত। তবে এখন নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে আরও একজন খেলোয়াড় নামানোর অনুমতি দিয়েছে উয়েফা। নকআউট পর্বের কোনও ম্যাচ, যেটা নির্ধারিত সময় পর্যন্ত স্কোর ছিল সমতায়, ফল নিষ্পত্তির জন্য অতিরিক্ত সময়ে গড়ানো সেই সব ম্যাচেই কেবল চতুর্থ বদলি নামানো যাবে।

উয়েফার অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হবে নতুন এই নিয়ম। মার্কা

/কেআর/