পছন্দের বোলিং কোচ চাইলেন শাস্ত্রী

ভারত অরুন (ডানে)কোচ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নাটক শেষ আর হলোই না। রবি শাস্ত্রীকে নিয়োগ দেওয়ার পর থেকেই সহকারী বোলিং কোচ কে হচ্ছেন এ নিয়ে হচ্ছিল নানা গুঞ্জন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তিন সদস্যের ক্রিকেট উপদেষ্টা কমিটি জহির খানের নাম প্রস্তাব করলেও তাতে আপত্তি ছিল শাস্ত্রীর। সেই জায়গায় নিজের পছন্দের নাম ভরত অরুনকেই প্রস্তাব করেন তিনি। সোমবার মুম্বাইতে বোর্ডের প্রধান নির্বাহীর কাছে এই প্রস্তাব করে বসেন শাস্ত্রী। 

স্বাভাবিকভাবে হেড কোচ নিজের পছন্দমতোই সহকারী কোচদের পছন্দ করেন। এবার তাতে বাধ সেধেছিলেন সৌরভ গাঙ্গুলী। জহির খানের নাম তিনিই প্রথম প্রস্তাব করেছিলেন। যাতে আপত্তি ছিল শাস্ত্রীর। পূর্ণকালীন বোলিং কোচের ব্যাপারে তাই নিজের অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থকেই পছন্দ তার। এমনকি শাস্ত্রী যখন টিম ডিরেক্টর ছিলেন তখনও তার অধীনে কাজ করেছেন অরুন। তাই শুরু থেকেই নামটি ভেসে বেড়াচ্ছিল। তবে এ নিয়ে প্রস্তাব করলেও সিদ্ধান্ত পাকা করতে সেই গাঙ্গুলী, শচীন ও লক্ষণের কমিটির কাছেই দ্বারস্থ হতে হবে বিসিসিআইকে। শুধু অরুনকেই নয়, ব্যাটিং কোচ হিসেবে সঞ্জয় বাঙ্গার ও ফিল্ডিং কোচ হিসেবে আর শ্রীধরকে ফিরিয়ে আনার কথাও হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডে।

এদিকে ভারতের বিদেশ সফরের জন্যে রাহুল দ্রাবিড়কে ব্যাটিং পরামর্শক করা হয়েছিল। তাতে আপত্তি আছে ভারতীয় ব্যাটিং দেওয়ালের। বিদেশে সফর করতে রাজি নন তিনি। তবে ভারতে আয়োজিত যে কোনও ক্যাম্পে কাজ করতে আগ্রহী সাবেক এই তারকা ব্যাটসম্যান। -ক্রিকইনফো।

 /এফআইআর/