ফাইনালে ভারতের জন্য নিয়ম শিথিল!

180539.3ভারতের ঐতিহাসিক ফাইনাল বলেই হচ্ছে এমনটা। একেবারে লর্ডসের ঐতিহ্যের সঙ্গে বেমানান হলেও নিয়ম ভেঙে ভারতীয় ভক্তদের একটি সংগঠনকে ঢোল বাজানোর অনুমতি দিয়েছে আইসিসি! দেবেই না কেনও? দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। উত্তেজনার পারদ স্বাভাবিকভাবেই তুঙ্গে থাকবে ইংল্যান্ডে। আর সেই উত্তেজনার ছোঁয়া যাতে গ্যালারিতেও লাগে তাই বাজনা বাজিয়ে নিজ দেশের তারকাদের প্রেরণা দিতে চায় -‘ভারত আর্মি।’  

রবিবারই ময়দানী লড়াইয়ে মাঠে নামবে ভারত। লর্ডসের এই মাঠে এ ধরনের বাজনা বাজানোর আনুমতি নেই। তারপরেও গুরুত্ব বিবেচনায় নিয়ে আইসিসি ও এমসিসির সঙ্গে আলাপ করে কিছু ব্যতিক্রম আনা হয়েছে মাঠে। ভারতীয় ‘ভারত আর্মি’ নামের এই সংগঠন বেশ কিছু বাজনা বাজানোর আর্জি জানালেও শুধুমাত্র ঢোলটাকেই বাজানোর অনুমতি দেওয়া হয়েছে।

তবে সেখানে আগের মতোই ভুভুজেলা ও বাঁশি বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকছে। এছাড়া পতাকা উড়ানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। সাধারণত লর্ডসের এই মাঠে এই ধরনের কর্মকাণ্ডে আগে থেকেই নিষেধাজ্ঞা বহাল ছিল। -ক্রিকইনফো।

  /এফআইআর/