মেয়েদের আইপিএল চান মিতালি

মেয়েদের আইপিএল চান মিতালি দ্বিতীয়বারের মতো নারী বিশ্বকাপের রানার্স আপ হয়েছে ভারত। এমনিতে বিদেশ সফরে যেতে আর্থিক দৈন্যদশায় ভুগতে হয় মিতালি রাজদের। সেই নারীদের এমন সাফল্যে নারীদের নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনে উচ্চকণ্ঠ হয়েছেন শেষ বিশ্বকাপ খেলা ভারতীয় অধিনায়ক মিতালি, ‘মেয়েরো একটা মঞ্চ কিন্তু তৈরি করে দিয়েছে। অনেক পথই এখন মেয়েদের সামনে খোলা হয়ে গেছে।’

মিতালি আরও যোগ করেন, ‘মেয়েদের বিগব্যাশে ভারতের দুই জন খেলার সুযোগ পেয়েছে। আরও মেয়েরা লিগগুলোতে খেললে বিশাল অভিজ্ঞতা অর্জন করবে। আমাকে কেউ যদি এখন জিজ্ঞেস করে- তাদের আইপিএলে খেলা উচিত, তাহলে আমি বলবো এটাই ভিত গড়ে দেওয়ার সঠিক সময়।’

ফাইনালে ইংল্যান্ডের কাছে ৯ রানে হেরেছে ভারত। তাতেও এই দল নিয়ে গর্ব করছেন মিতালি। কারণটা শুনুনু তার মুখেই, ‘অধিনায়ক হিসেবে সত্যিই আমার গর্ব হচ্ছে। এমনকি বিসিসিআইও গর্ব করছে। কারণ প্রস্তুতি ম্যাচসহ বেশ কিছু ম্যাচে হারার পর অনেকেই ভাবেনি যে আমরা ফাইনালে যাবো। আর ভক্তদের কাছ থেকেও আমরা ইতিবাচক সাড়া পেয়েছি।’

মিতালি আগেই জানিয়েছেন এই বিশ্বকাপই তার শেষ। তার মতে ভারতীয় নারী দলের এমন পারফরম্যান্স বাকিদের জন্য বিশাল দুয়ার খুলে দিয়েছে। এমনকি এমন দল পেতে বাকিরা মুখিয়ে থাকেই বলে মনে করেন তিনি, ‘মেয়েরা যে পরিবর্তন এনেছে তা আমি নিজেই দেখেছি। আমি বিবর্তনটা নিজ চোখে দেখেছি। এই দল এখন অনেক আত্মবিশ্বাসী। এটা এমনই একটা দলে পরিণত হয়েছে যা পেতে বাকিরা মুখিয়ে থাকে।’

/এফআইআর/