শেখ রাসেল-ব্রাদার্স লড়াই গোল শূন্য

bffসাইফ পাওয়ার টেক বাংলাদেশ প্রিমিয়ার লিগে গোল শূন্য ড্র করেছে শেখ রাসেল ও ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুই অর্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোল খরা কাটাতে পারেনি কোনও দল। ফলে গোল শূন্য থেকেই মাঠ ছাড়ে শেখ রাসেল ও ব্রাদার্স।

এদিকে দিনের প্রথম খেলায় মুক্তিযোদ্ধা ৩-২ গোলে হারিয়ে দিয়েছে রহমতগঞ্জকে। অথচ খেলার ১৫ মিনিটেই রহমতগঞ্জকে এগিয়ে নিয়েছিলেন ইসমাইল বাঙ্গুরা। সাদ্দাম হোসেন অ্যানির ক্রসে হেড করে জালে বল জড়ান তিনি। এরপর আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি রহমতগঞ্জ।

২২ মিনিটে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান আমজাদ আলী। ২৬ মিনিটে দ্বিতীয় গোল করে দাপুটে প্রত্যাবর্তনের ইঙ্গিত দেয় মুক্তিযোদ্ধা। মিশরীয় মিডফিল্ডার মোহাম্মদ জাকি সারহানের গোলে তাদের স্কোর লাইন দাঁড়ায় ২-১।

এই অর্ধের শেষ দিকে আবারও ব্যবধান বাড়ায় মুক্তিযোদ্ধা। দ্বিতীয় প্রচেষ্টায় ম্যাচে নিজের জোড়া গোল করেন জাকি সারহান।

যদিও দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে রহমতগঞ্জ। ৬৩ মিনিটে ইসমাইল বাঙ্গুরার গোলে স্কোর লাইন দাঁড়ায় ৩-২। মিডফিল্ডার নাইমুর রহমানের লবে হেড করে জালে বল জড়ান বাঙ্গুরা।

/এফআইআর/