৪০০ মিটারে স্বর্ণ জিতে ডাবলের কাছে নিকার্ক

৪০০ মিটারে স্বর্ণ জিতে ডাবলের কাছে নিকার্ক বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্বৈত স্বর্ণ জেতার দ্বারে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ওয়েড ভ্যান নিকার্ক। ৪০০ মিটার স্প্রিন্টে শিরোপা জিতে নিয়েছেন এই তারকা। লন্ডন স্টেডিয়ামে নিকার্ক সময় নেন ৪৩.৯৮ সেকেন্ড।

বোল্ট যুগের পর থেকে তাকেই উত্তরসূরি ভাবা হচ্ছে। কারণ ৪০০ মিটারে গত বছর রিও অলিম্পিকে বিশ্বরেকর্ড গড়ার কীর্তি আছে তার। এছাড়া এই আসরেও রয়েছেন আরেক কীর্তির কাছাকাছি! ২০০ মিটারে স্বর্ণ জিতলে বিশ্ব আসরে মাইকেল জনসনের পরে ডাবল জেতার রেকর্ড গড়বেন এই তারকা। জোহানেসবার্গে আমেরিকান ওই তারকা সেই রেকর্ড গড়েছিলেন ১৯৯৫ সালে।

এবারের আসরে বাহামাসের স্টিভেন গার্ডিনার ৪৪.৪১ সেকেন্ড নিয়ে জিতেছেন রৌপ্য। কাতারের আবদালেলাহ হারুন ৪৪.৪৮ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।

বোল্টের উত্তরসূরি ভাবা নিকার্ক জয়ের পর একে সৃষ্টিকর্তার কৃপা হিসেবেই দেখছেন, ‘সব কিছুই সৃষ্টিকর্তার কৃপা। মনে হচ্ছে ভক্তরা খুব উপভোগ করেছে। আর বিশ্ব আসরে শিরোপা জেতাটা দুর্দান্ত কিছুই।’

শুক্রবার ডাবল জিততে ২০০ মিটারে লড়বেন নিকার্ক। আর এই ইভেন্টে খেলবেন না বলে আগেই জানিয়েছেন উসাইন বোল্ট।

/এফআইআর/