বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে মুশফিকের আহ্বান

বন্যদুর্গতদের পাশে দাঁড়াতে মুশফিকের আহ্বানসচেতনতামূলক কর্মকাণ্ডে সব সময়ই উচ্চকণ্ঠ থাকেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।  সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে শুরু করে সবখানেই অংশগ্রহণ করেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক।  সেই মুশফিকও এবার উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ দেখে চুপ থাকতে পারলেন না।  এখন পর্যন্ত দেশের ২০ জেলার ৫৬ উপজেলা বন্যা কবলিত।  সারাদেশে মারা গেছেন ২০ জন, ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৬ লাখ মানুষ। তাই মানবেতর জীবন যাপন করা এই অঞ্চলের মানুষগুলোর পাশে থাকার আহ্বান জানিয়েছেন মুশফিক। 

বন্যাদুর্গত মানুষদের দুঃখ, দুর্দশা চোখ এড়িয়ে যায়নি তার।  এমনকি মানুষদের জন্য উদ্বেগ ও উৎকণ্ঠা ভালোভাবেই ছুঁয়ে গেছে বাংলাদেশের টেস্ট অধিনায়ককে।  তাই মঙ্গলবার ফেসবুক লাইভে এক ভিডিও বার্তায় মুশফিক বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, ‘অনেক কষ্ট, আশা এবং অনুরোধ নিয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে এখন বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ।’

বাংলাদেশের টেস্ট অধিনায়ক বন্যাদুর্গতদের পাশে থাকার প্রতিজ্ঞা করে আরও বলেছেন, ‘আমি বন্যার্তদের পাশে থাকার প্রতিজ্ঞা নিয়েছি। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা অনেকেই হয়তো আর্থিকভাবে অথবা ত্রাণ সহায়তা দিয়েছেন। যারা এখনো করেননি তারা যেভাবেই হোক, তাদের পাশে এসে দাঁড়ান। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের মানুষের অবস্থা অনেক, অনেক খারাপ। আমি তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি। ত্রাণ বা অর্থ দিয়ে সাহায্য করতে না পারলেও আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন তাদের এই ভয়াবহ জীবনের যাতে অবসান হয়। তারা যেন আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আসুন আমরা সবাই এগিয়ে আসি এবং বানভাসী মানুষদের সাহায্য করি। আমি এই অনুরোধটা জানানোর জন্যই লাইভে এসেছি।’

/আরআই/এফআইআর/